পাওলির ‘অজানা বাতাস’
ভারতের আলোচিত অভিনয়শিল্পী পাওলি দাম
এবারে ‘অজানা বাতাস’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। জয়
গোস্বামীর ‘ষড়যন্ত্রকারী’ কবিতা অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন পরিচালক
অঞ্জন দাস।
জানা গেছে, ২৩ জানুয়ারি থেকে কলকাতায় ‘অজানা
বাতাস’ ছবিটির শুটিং শুরু হয়েছে। এদিকে ২৯ জানুয়ারি মঙ্গলবার প্রথম আলো
ডটকমের সঙ্গে আলাপকালে পাওলি বলেন, ‘এর আগে অঞ্জন দাসের আরও
একটি ছবিতে অভিনয় করেছি। এবার করছি জয় গোস্বামীর কবিতা অবলম্বনে নির্মিতব্য “অজানা বাতাস” ছবিতে। এ ছবিতে আমাকে বিজ্ঞাপনী সংস্থার একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।’
‘অজানা বাতাস’ ছবিটি ছাড়াও খুব শিগগির বলিউডের আরও দুটি ছবিতে অভিনয় করবেন বলেও জানিয়েছেন পাওলি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এরই মধ্যে বলিউডে আমার দ্বিতীয় ছবি “অঙ্কুর অরোরা মার্ডার কেস”-এর শুটিং শেষ হয়েছে। শুনেছি, সামনের মার্চে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। “অজানা বাতাস” ছবির শুটিংয়ের ফাঁকে বলিউডের ছবিটির ডাবিংয়ের কাজটিও সেরে নেব।’ ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’ ছবিটি ছাড়া কলকাতার আরও দুটি বাংলা ছবি মুক্তির অপেক্ষায় আছে বলেও জানিয়েছেন পাওলি।
এদিকে, বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন কি না—এমন প্রশ্নের জবাবে পাওলি মিডিয়াকে বলেন, ‘ভালোমানের গল্প এবং ভালো পারিশ্রমিক পেলে অবশ্যই বাংলাদেশের ছবিতে অভিনয় করব। এরই মধ্যে বাংলাদেশের দু-একজন নির্মাতার সঙ্গে ছবিতে অভিনয়ের বিষয়ে আলাপও চলছে। তবে কারও সঙ্গে চূড়ান্ত কোনো কথা হয়নি।’
একটি ছবিতে অভিনয় করেছি। এবার করছি জয় গোস্বামীর কবিতা অবলম্বনে নির্মিতব্য “অজানা বাতাস” ছবিতে। এ ছবিতে আমাকে বিজ্ঞাপনী সংস্থার একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।’
‘অজানা বাতাস’ ছবিটি ছাড়াও খুব শিগগির বলিউডের আরও দুটি ছবিতে অভিনয় করবেন বলেও জানিয়েছেন পাওলি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এরই মধ্যে বলিউডে আমার দ্বিতীয় ছবি “অঙ্কুর অরোরা মার্ডার কেস”-এর শুটিং শেষ হয়েছে। শুনেছি, সামনের মার্চে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। “অজানা বাতাস” ছবির শুটিংয়ের ফাঁকে বলিউডের ছবিটির ডাবিংয়ের কাজটিও সেরে নেব।’ ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’ ছবিটি ছাড়া কলকাতার আরও দুটি বাংলা ছবি মুক্তির অপেক্ষায় আছে বলেও জানিয়েছেন পাওলি।
এদিকে, বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন কি না—এমন প্রশ্নের জবাবে পাওলি মিডিয়াকে বলেন, ‘ভালোমানের গল্প এবং ভালো পারিশ্রমিক পেলে অবশ্যই বাংলাদেশের ছবিতে অভিনয় করব। এরই মধ্যে বাংলাদেশের দু-একজন নির্মাতার সঙ্গে ছবিতে অভিনয়ের বিষয়ে আলাপও চলছে। তবে কারও সঙ্গে চূড়ান্ত কোনো কথা হয়নি।’
No comments