এশিয়ায় নতুন সামরিক ঘাঁটি গড়বে না যুক্তরাষ্ট্র
এশিয়ায় নতুন করে সামরিক ঘাঁটি স্থাপনের
ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের। দেশটির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক কমান্ডের
(পিএসিওএম) প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল লকলিয়ার গতকাল শুক্রবার এ কথা
বলেছেন।
তবে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব মিত্র রয়েছে তাদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিকায়ন করা হবে বলে জানান তিনি।
লকলিয়ার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত পিএসিওএমের সদর দপ্তর থেকে টেলিফোনে জাপানের টোকিওতে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের আর কোনো নতুন ঘাঁটি স্থাপনের ইচ্ছা নেই। আমরা সহযোগীদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে চাই।' তিনি জানান, বিগত ৬০ বছরে ধরে পৃথিবীর এ অঞ্চল বেশ নিরাপদ রয়েছে।
সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বৃদ্ধি এবং দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বৈরিতা প্রকাশ্য রূপ নিয়েছে। এমন সময়ে লকলিয়ার এই মন্তব্য করলেন। তিনি বলেন, 'এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক পুনর্ভারসাম্য স্থাপন করায় অনেকের মনেই সন্দেহ থাকতে পারে। আমি বিষয়টি পরিষ্কার করে দিতে চাই যে এটা আমাদের সহযোগিতার কৌশল মাত্র।' সূত্র : এএফপি।
লকলিয়ার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত পিএসিওএমের সদর দপ্তর থেকে টেলিফোনে জাপানের টোকিওতে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের আর কোনো নতুন ঘাঁটি স্থাপনের ইচ্ছা নেই। আমরা সহযোগীদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে চাই।' তিনি জানান, বিগত ৬০ বছরে ধরে পৃথিবীর এ অঞ্চল বেশ নিরাপদ রয়েছে।
সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বৃদ্ধি এবং দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বৈরিতা প্রকাশ্য রূপ নিয়েছে। এমন সময়ে লকলিয়ার এই মন্তব্য করলেন। তিনি বলেন, 'এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক পুনর্ভারসাম্য স্থাপন করায় অনেকের মনেই সন্দেহ থাকতে পারে। আমি বিষয়টি পরিষ্কার করে দিতে চাই যে এটা আমাদের সহযোগিতার কৌশল মাত্র।' সূত্র : এএফপি।
No comments