চীনে সেতু ধসে নিহত ২৬
আতশবাজি ভর্তি একটি ট্রাক বিস্ফোরিত হয়ে
উড়াল সেতুধসের ঘটনায় চীনে ২৬ জন মারা গেছে। গতকাল শুক্রবার সকালে
মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো কয়েকটি যানবাহন
ধ্বংস হয়েছে।
চীনের সরকারি রেডিও জানায়, হেনান প্রদেশের
সানমেনসিয়া শহরের কাছাকাছি এলাকা পার হওয়ার সময় আতশবাজি ভর্তি ট্রাকটি
বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ৩০ মিটার উঁচু সেতুটি ধসে যায়। একই সঙ্গে আরো
কয়েকটি গাড়ি নিচে পড়ে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ২৬ জনের মৃত্যুর খবর জানানো হয়
রেডিওতে।
সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানায়, আতশবাজি বিস্ফোরিত হওয়ার পর পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তবে এর মধ্যেও উদ্ধারকর্মীরা কাজ করছেন। সেতুর নিচে ১০টি ট্রাকের সন্ধান পাওয়া গেছে বলেও জানায় সিসিটিভি। উল্লেখ্য, চান্দ্র নববর্ষ (লুনার নিউ ইয়ার) উদ্যাপনে চীনে ব্যাপক আতশবাজি পোড়ানো হয়। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে নতুন চান্দ্রবর্ষ শুরু হবে।
সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার সংবাদে বলা হয়, বিস্ফোরণের পর ছয়টি গাড়ি নিচে ধসে পড়ে। তবে সিনহুয়া এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। চীনের পুলিশ পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত ও তিন লাখেরও বেশি লোক আহত হয়। সূত্র : বিবিসি।
সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানায়, আতশবাজি বিস্ফোরিত হওয়ার পর পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তবে এর মধ্যেও উদ্ধারকর্মীরা কাজ করছেন। সেতুর নিচে ১০টি ট্রাকের সন্ধান পাওয়া গেছে বলেও জানায় সিসিটিভি। উল্লেখ্য, চান্দ্র নববর্ষ (লুনার নিউ ইয়ার) উদ্যাপনে চীনে ব্যাপক আতশবাজি পোড়ানো হয়। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে নতুন চান্দ্রবর্ষ শুরু হবে।
সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার সংবাদে বলা হয়, বিস্ফোরণের পর ছয়টি গাড়ি নিচে ধসে পড়ে। তবে সিনহুয়া এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। চীনের পুলিশ পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত ও তিন লাখেরও বেশি লোক আহত হয়। সূত্র : বিবিসি।
No comments