ব্রাজিলে অগ্নিকাণ্ড-নাইটক্লাবের মালিকের আত্মহত্যার চেষ্টা
ব্রাজিলের সান্তা মারিয়া শহরের সেই নাইটক্লাবের এক মালিক আত্মহননের চেষ্টা করেছেন। তাঁর নাম এলিসান্দ্রো সফোর। পুলিশ গত বুধবার এ কথা জানায়। গত রবিবার ওই নাইট ক্লাবে আগুন লেগে অন্তত ২৩৫ জন নিহত হয়। তাদের বেশির ভাগই স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা লিলিয়ান কারুস জানান, গোসলখানার ঝর্নার নমনীয় নলের সাহায্যে এলিসান্দ্রো আত্মহত্যার চেষ্টা করেন। সান্তা মারিয়া শহর থেকে ১২৫ কিলোমিটার দূরে ক্রুজ আলতা শহরে দুর্ঘটনা ঘটে। কারুস জানান, 'এটা পরিষ্কার যে তিনি (এলিসান্দ্রো) গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিলেন।' এলিসান্দ্রোকে ক্রুজ আলতার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসক সাংবাদিকদের জানান, ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে এলিসান্দ্রো অনবরত কাঁদছেন। উত্তেজনা প্রশমনে তাঁকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে পুলিশ এলিসান্দ্রোসহ তিনজনকে জেলহাজতে পাঠায়। সূত্র : এএফপি।
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে পুলিশ এলিসান্দ্রোসহ তিনজনকে জেলহাজতে পাঠায়। সূত্র : এএফপি।
No comments