তুরস্কে মার্কিন দূতাবাসের সামনে হামলা, নিহত ২
তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত
যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে গতকাল শুক্রবার আত্মঘাতী হামলার ঘটনা
ঘটেছে। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। স্থানীয়
সম্প্রচার মাধ্যম ও কর্মকর্তারা এ কথা জানান।
পুলিশ
জানিয়েছে, দূতাবাসের বাইরে আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। ওই
স্থানে প্রতিদিনই ডজনখানেক লোক ভিসা নেওয়ার জন্য অপেক্ষা করে। আঙ্কারার
ক্যানকায়া এলাকায় মার্কিন দূতাবাস ছাড়াও আরো অনেক দেশের দূতাবাস রয়েছে।
আত্মঘাতী হামলায় দূতাবাসের ফটকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় দূতাবাসের
কোনো কর্মকর্তা আহত হননি। এ ঘটনার পর দূতাবাসের আশপাশের এলাকায় প্রবেশ
নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ওই এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, হামলার পর দূতাবাসের কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তুরস্ক সীমান্তে ন্যাটো বাহিনী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের এক সপ্তাহ পরই এ হামলার ঘটনা ঘটল। এর আগে ২০০৮ সালের জুলাইয়ে ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেটে হামলায় তিন তুর্কি পুলিশ নিহত হয়। সূত্র : এএফপি, বিবিসি।
তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, হামলার পর দূতাবাসের কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তুরস্ক সীমান্তে ন্যাটো বাহিনী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের এক সপ্তাহ পরই এ হামলার ঘটনা ঘটল। এর আগে ২০০৮ সালের জুলাইয়ে ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেটে হামলায় তিন তুর্কি পুলিশ নিহত হয়। সূত্র : এএফপি, বিবিসি।
No comments