চিত্র বিচিত্র- ১০৫ বছর বয়সী ফেসবুক ব্যবহারকারী মহিলা
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এডিথ কার্সমারস (১০৫) বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ফেসবুক ব্যবহারকারী মহিলা।
তার চেরিটি পেজে (অন্যের জন্য সাহায্যকারী একটি পাতায়) এক লাখ পাঁচ হাজার লোক লাইক দিয়েছে।
বৃহস্পতিবার এবিসি নিউজের একটি খবরে বলা হয়, শিকাকো বিশ্ববিদ্যালয়ের
সাবেক এই ছাত্রী বেঁচে থাকা ফেসবুক ব্যবহারকারীর মধ্যে সবচেয়ে বয়োজেষ্ঠ্য
মহিলা।’
গত মাসে এডিথ কার্সমারস তার জন্মদিনে বলেন, ‘আমি ফেসবুকে ভালো ম্যাসেজ, ছবি আপলোড করে অনেক আনন্দ পাই। তিনি আরো জানান, আমি সারা দুনিয়ার লোকদের কাছ থেকে সুন্দর মেসেজ ও ছবি গ্রহণ করে এবং অবাক লোকদের সাথে যোগাযোগ করে অনেক আনন্দ পাচ্ছি। কার্সমারস জানান, তার নতুন ফেইসবুক বন্ধু তাকে জীবন্ত ফানপেজে জনপ্রিয় হতে তাকে সহায়তা করবেন বলে তিনি আশা করছেন। আমি আশা করছি নতুন এই ফানপেজে কমপক্ষে এক লাখ পাঁচ হাজার লাইক পাব।
গত মাসে এডিথ কার্সমারস তার জন্মদিনে বলেন, ‘আমি ফেসবুকে ভালো ম্যাসেজ, ছবি আপলোড করে অনেক আনন্দ পাই। তিনি আরো জানান, আমি সারা দুনিয়ার লোকদের কাছ থেকে সুন্দর মেসেজ ও ছবি গ্রহণ করে এবং অবাক লোকদের সাথে যোগাযোগ করে অনেক আনন্দ পাচ্ছি। কার্সমারস জানান, তার নতুন ফেইসবুক বন্ধু তাকে জীবন্ত ফানপেজে জনপ্রিয় হতে তাকে সহায়তা করবেন বলে তিনি আশা করছেন। আমি আশা করছি নতুন এই ফানপেজে কমপক্ষে এক লাখ পাঁচ হাজার লাইক পাব।
No comments