প্রথমবারের মতো
প্রথমবারের মতো নারীকেন্দ্রিক ছবিতে অভিনয়
করতে যাচ্ছেন বলিউডি অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘রিভালভার রানি’ নামের এ
ছবিটির শুটিং শুরু হবে মার্চ মাসে।
সাই কবির পরিচালিত
ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন তিগমাংসু ধুলিয়া এবং রাহুল মিত্র। রাহুল
মিত্র জানান, নামের পাশাপাশি ছবিটির কাহিনীও দারুণ। এ কাহিনীই আমাকে এবং
তিগমাংসুকে আকৃষ্ট করেছে। মার্চ মাসেই এর কাজ শুরু হবে। এটি পুরোপুরি
নারীকেন্দ্রিক ছবি । আর এর প্রধান ভূমিকায় অভিনয় করবেন বলে ছবিটি নিয়ে
দারুণ উত্তেজনার মধ্যে আছেন কঙ্গনা। রাহুল জানান, কঙ্গনা ছবিটির চিত্রনাট্য
অত্যন্ত পছন্দ করেছেন। তার মতামতের জন্য আমাদের বেশিদিন অপেক্ষা করতে
হয়নি। তিনি আরও জানান, তিন চার দিনের মধ্যেই বাকি অভিনয় শিল্পীদের নাম
প্রকাশ করা হবে।
No comments