আবারও...

ইতিমধ্যে বিভিন্ন ছবিতে ভাল অভিনয়ের মধ্যে দিয়ে নিজেকে বলিউডের একজন সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন সোনম কাপুর। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
এসব ছবিতেই ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। এদিকে সমপ্রতি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সোনম। অ্যাকশননির্ভর এ ছবিটি পরিচালনা করছেন রাম গোপাল বার্মা। মজার বিষয় হচ্ছে অ্যাকশনধর্মী এই ছবির মাধ্যমে আবারও বিকিনি পড়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন সোনম কাপুর। এর আগে ‘প্লেয়ার’ ছবিতে বিকিনি পড়েছিলেন এ অভিনেত্রী। বিকিনি পরার পাশাপাশি নতুন ছবিটিতে তিনটি চরিত্রে অভিনয় করছেন সোনম। এর আগে কোন দ্বৈত চরিত্রে অভিনয় করতেও দেখা যায়নি এ অভিনেত্রীকে। তবে এবার একই ছবিতে তিন চরিত্রে কাজ করবেন তিনি। এর মধ্যে শহরের দুটি এবং গ্রামের মেয়ের একটি চরিত্রে। তিনটি চরিত্র করতে গিয়ে তিনটি লুক নিয়েই এ ছবিতে ক্যামেরাবন্দি হবেন সোনম। ছবিতে গ্রামের মেয়ে চরিত্রে একদমই সাদাসিধে এবং শহুরে মেয়ের চরিত্রে রাফ অ্যান্ড টাফ হয়েই দর্শকদের সামনে আসবেন তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন অভিষেক বচ্চন। এছাড়াও অক্ষয় কুমারেরও থাকার কথা রয়েছে। তিন তিনটি চরিত্র করতে হবে বলে ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে নিচ্ছেন সোনম। বিশেষ করে গ্রামের মেয়ের চরিত্রটির জন্যই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি। কারণ গ্রামের মেয়ের চরিত্রে ও লুকে এর আগে কোন ছবিতে দেখা যায়নি সোনমকে।

No comments

Powered by Blogger.