কুতুববাগ দরবার শরিফে আখেরি মুনাজাত সম্পন্ন
রাজধানীর কুতুববাগ দরবার শরিফের মহাপবিত্র ওরস ও বিশ্ব জাকের ইজতেমা গত শুক্রবার শুরু হয়। জিকির-আজকার, মোরাকাবা, মোশাহাদা,
ওয়াজ নসিহত, মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়ে রাতভর চলে বিশেষ বয়ান।
গতকাল ফার্মগেট আনোয়ারা উদ্যানে বাদ জুমা লাখো মুসল্লির এই দ্বীনি জলসায়
বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনায় মুনাজাত করেন হজরত জাকির শাহ
নকশবন্দী-মোজাদ্দেদী কুতুববাগী হুজুর। দেশের সর্বস্তরের বিপুল মানুষ
মুনাজাতে শামিল হন।
No comments