‘স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে রাজাকারের ফাঁসি দেয়া যায় না’
সকল দুদ্ধাপরাধীদের বিচার দাবি করে কৃষক
শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এ বিচারের দাবিতে
গণজাগরণ শুরু হয়েছে শাহবাগের প্রতিবাদের মাধ্যমে।
তবে
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে রাজাকারদের ফাঁসি দেয়া যায় না। তিনি
স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজাকার উল্লেখ করে আগামী কালের মধ্যে তাকে
গ্রেপ্তারের দাবি জানান।
দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আসম আবদুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বক্তব্য রাখেন।
দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আসম আবদুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বক্তব্য রাখেন।
No comments