ঢাকা রিজেন্সিতে ভ্যালেন্টাইনস ডের আয়োজন
১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। অন্য রকম একটি দিন।
অন্য
রকম দিনটিকে অন্যভাবে পালন করতে কে না চায়। আর এ নিয়ে ঢাকা রিজেন্সির
গ্রান্ডডিয়স রেস্টুরেন্ট এবং রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য
স্কাই লাইনে চলবে নানা আয়োজন। মজার মজার খাবারের আয়োজন তো আছেই, এ ছাড়াও
যারা অতিথি আসবেন তাদের জন্য থাকবে উপহার এবং এই বিশেষ মুহূর্তকে ফ্রেমে
আটকে রাখতে ছবি তোলার ব্যবস্থা। বাড়তি আয়োজন হিসেবে আছে সন্ধ্যা ৬টা ৩০
থেকে রাত ১০টা ৩০ পর্যন্ত লাইভ মিউজিক। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন এ
সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। প্রিয়জন অথবা পরিবারের সবাইকে নিয়ে
উপভোগ করতে পারেন ঢাকা রিজেন্সির এই ব্যতিক্রমী আয়োজন।
No comments