লাল গোলাপে ইকবাল ও বাবু
আজ রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে শফিক রেহমানের গ্রন্থনা,
উপস্থাপনা ও পরিচালনায় এবং তাহমিনা মুক্তার প্রযোজনায় আর্ট শো লাল
গোলাপের বিশেষ পর্ব ‘আই লাভ ইউ’।
এ পর্বে অতিথি হিসেবে
এসেছেন লেখক, উপস্থাপক ইকবাল খন্দকার-লরা খন্দকার এবং লেখক, ছড়াকার ও
সাংবাদিক কাদের বাবু-মনিকা জাহান দম্পতি। বাংলাদেশে ভ্যালেন্টাইন ডের
প্রবর্তক শফিক রেহমান লাল গোলাপের ‘আই লাভ ইউ’ পর্বে ভালোবাসা বিষয়ে
বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। একই সাথে এই দুই দম্পতির ভালোবাসার কথা উঠে
এসেছে লাল গোলাপের আই লাভ ইউ পর্বে। বিয়ের আগে এ দুই দম্পতি তাদের
ভালোবাসারজনদের আই লাভ ইউ বলেছিলেন কি না, কিভাবে বলেছেন এসব মজার বিষয়
প্রাধান্য পেয়েছে অনুষ্ঠানটিতে। এ ছাড়াও আরো অনেক মজার মজার
ভালোবাসাবিষয়ক তথ্যও থাকছে এ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে ১০
ফেব্রুয়ারি রোববার ভোর ৪টা ৩০ মিনিট ও সকাল ১০টা ১৫ মিনিটে এবং ১৫
ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায়।
No comments