লোকে লোকারণ্য গ্রন্থমেলা- ঢিলেঢালা শিশুপ্রহর by শফিকুল ইসলাম
অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশুপ্রহরটি ঢিলেঢালাভাবে পালিত হলো গতকাল।
সকাল থেকে দুপুর পর্যন্ত শিশুপ্রহরে শিশুদের তেমন সাড়া না থাকলেও বিকেলের
পর লোকে লোকারণ্যে পরিণত হয় গ্রন্থমেলা।
গতকাল আধাবেলা ছিল শিশুপ্রহর।
বিক্রেতারা জানান, গ্রন্থমেলায় প্রথম শিশুপ্রহরে শিশুদের উপস্থিতি খুব
বেশি ছিল না। তবে বেলা ১১টার দিকে শিশুদের উপস্থিতি থাকায় বিক্রি ভালো
হয়েছে। এ দিকে দুপুরের পর গ্রন্থমেলায় মানুষের ভিড় ছিল লক্ষণীয়। ভিড়
বেশি হওয়ায় অনেকে বইয়ের স্টলেই পৌঁছতে পারেননি।
এ দিকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে আসা লোকদের বেশির ভাগই গ্রন্থমেলায় নতুন বইয়ের ঘ্রাণ নিয়েছেন। দলবেঁধে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে নতুন বই খোঁজ করেছেন তারা। তবে বেশির ভাগ মানুষের কণ্ঠে উচ্চারিত হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি। তাদের মাথায় লাল-সবুজের চিহ্নখচিত পতাকা বাঁধা ছিল।
আজকেও শিশুপ্রহর : অভিভাবকদের সাথে স্বাচ্ছন্দ্যে বই কেনার জন্য আজ শনিবারও শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বইমেলা শিশুদের জন্য নির্ধারিত থাকবে। তবে গতকাল অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশুপ্রহরে শিশুদের খুব বেশি উপস্থিতি ছিল না। ঐতিহ্য প্রকাশনীর স্টল ইনচার্জ আমজাদ হোসেন কাজল বলেন, কোনো ধরনের প্রচারণা না থাকায় শিশুপ্রহরে সাড়া ছিল না। সূচীপত্রের সাঈদ বারী বলেন, নামেই শিশুপ্রহর। কিন্তু শিশুদের তেমন উপস্থিতি ছিল না। এ দিকে কাকলী প্রকাশনীর প্রধান সেলিম বলেন, শুক্রবার সকাল থেকেই বইমেলায় লোকসমাগম থাকায় বিক্রি ভালো হয়েছে। জাগৃতি প্রকাশনীর আলাউদ্দীন বলেন, সকালে শিশুদের উপস্থিতি না থাকলেও বই বিক্রি ভালো হয়েছে। আহমদ প্রকাশনীর সালাহউদ্দীন ও অন্য প্রকাশের মোজাম্মেল হক শিশিরও একই মন্তব্য করেন।
লোকারণ্য গ্রন্থমেলা : যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে প্রভাব বইমেলায় পড়েছে। হাজার হাজার নারী-পুরুষ শাহবাগের সমাবেশে অংশ নিয়েছেন। তাদের বেশির ভাগ বইমেলায় গিয়ে সময় কাটিয়েছেন। অনেক তরুণ-তরুণীর গালে-কপালে শহীদ মিনার ও লাল-সবুজের পতাকার উল্কি আঁকা ছিল। শাহবাগের সমাবেশে আসা লোকের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে গতকালের গ্রন্থমেলা। ফলে প্রচণ্ড ভিড় হয় মানুষের। মেলা চত্বরের বাইরে রাস্তায় মানুষের দীর্ঘ লাইন ছিল লক্ষণীয়।
সূচীপত্রের স্টলে ভিড় : গতকাল গ্রন্থমেলায় সূচীপত্র প্রকাশনীর স্টলে ব্যাপক ভিড় ছিল। জাতীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির লেখা নির্বাচিত কলাম ও সাংবাদিক মারুফ কামাল খানের কবিতার বই অসময়ের ফোঁড় এবং মুশতাক আহমেদ হেলালের মুক্তিযুদ্ধ ও উদ্বাস্তু সমস্যাকেন্দ্রিক বই কোন আলোকে প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশনী। গোলাম মাওলা রনি বলেন, ‘এই আমার প্রথম কোনো বই প্রকাশিত হলো। খুবই ভালো লাগছে। পাঠকের আবেদনকে সাড়া দিয়ে বইটি সঙ্কলন করা হয়েছে। আশা করি পাঠক সাড়া দেবেন।’
সূচীপত্র স্টলের পাশেই শব্দশিল্প প্রকাশনীর স্টলে এসেছিলেন চিত্রনায়িকা মীম। তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় লেগে যায়। এ ছাড়া কবি-সাহিত্যিকদের পাশাপাশি শিক্ষাবিদরা বইমেলায় এসেছিলেন।
গতকালের নতুন বই : গ্রন্থমেলার অষ্টম দিনে ২৫০টি নতুন বই মেলায় এসেছে। বিষয়ভিত্তিক বইয়ের মধ্যে রয়েছে গল্প ৩৩টি, উপন্যাস ৪৬টি, প্রবন্ধ ১৪টি, কবিতা ৫৮টি, গবেষণা তিনটি, ছড়া চারটি, শিশুতোষ ১৫টি, জীবনী আটটি, রচনাবলি একটি, মুক্তিযুদ্ধ ১০টি, বিজ্ঞান পাঁচটি, ভ্রমণ চারটি, ইতিহাস চারটি, রম্য বা ধাঁধা সাতটি, ধর্মীয় একটি, সায়েন্স ফিকশন পাঁচটি ও অন্যান্য ২৮টি। এ ছাড়া গতকাল মেলায় ১৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতা : গতকাল সকাল সাড়ে ৮টায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৩ উপলে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ‘ক’ শাখায় ৪৪৫ জন, ‘খ’ শাখায় ২৮৭ জন ও ‘গ’ শাখায় ৭০ জন মোট ৮০২ জন প্রতিযোগী অংশ নেয়।
গতকালের অনুষ্ঠান : গতকাল গ্রন্থমেলার মূলমঞ্চে ‘হবীবুল্লাহ বাহার; ইতিহাসের ট্র্যাজিক পুরুষ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। আলোচনায় অংশ নেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, গবেষক মোরশেদ শফিউল হাসান ও ড. ইসরাইল খান। সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক।
আলোচকেরা বলেন, হবীবুল্লাহ বাহার বিশ শতকের বাঙালি মুসলমানের প্রগতিবাদী ইতিহাসের ধারায় এক স্মরণীয় নাম। মুসলমান সম্প্রদায়ের মধ্যে আধুনিক চেতনার উদ্বোধনে অগ্রণী ভূমিকা ছিল তার যদিও সময়ের নির্মম বিচারের স্বীকার হতে হয়েছে তাকে। কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সংসর্গ তার জীবনে সঞ্চার করেছিল নতুন মাত্রা। তারা বলেন, হবীবুল্লাহ বাহার সম্পাদিত বুলবুল পত্রিকা বাংলার সাময়িকপত্রের ইতিহাসে বিশিষ্টতার দাবি রাখে। এ পত্রিকার অসাম্প্রদায়িক নীতি ও চেতনা সমকালে ছিল দুর্লভ।
সন্ধ্যায় মিজানুর রহমান পান্নার পরিচালনায় খুলনার সাংস্কৃতিক সংগঠন ‘রূপান্তর’ এবং অসীম সাহার পরিচালনায় ‘সহজিয়া’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মেলামঞ্চে আজ : আজ সকাল ১০টায় শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই এবং বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে ‘অদ্বৈত মল্লবর্মণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন শান্তনু কায়সার। আলোচনায় অংশ নেবেন হরিশঙ্কর জলদাস, সফিকুন্নবী সামাদী ও অদিতি ফাল্গুনী। সভাপতিত্ব করবেন কামাল লোহানী। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। -UU�ob�����age:HI’>। বক্তারা নিহতদের রূহের মাগফিরাত কামনা করে তাদেরকে শহীদের মর্যাদা দেয়ার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করেন।
এ দিকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে আসা লোকদের বেশির ভাগই গ্রন্থমেলায় নতুন বইয়ের ঘ্রাণ নিয়েছেন। দলবেঁধে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে নতুন বই খোঁজ করেছেন তারা। তবে বেশির ভাগ মানুষের কণ্ঠে উচ্চারিত হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি। তাদের মাথায় লাল-সবুজের চিহ্নখচিত পতাকা বাঁধা ছিল।
আজকেও শিশুপ্রহর : অভিভাবকদের সাথে স্বাচ্ছন্দ্যে বই কেনার জন্য আজ শনিবারও শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বইমেলা শিশুদের জন্য নির্ধারিত থাকবে। তবে গতকাল অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশুপ্রহরে শিশুদের খুব বেশি উপস্থিতি ছিল না। ঐতিহ্য প্রকাশনীর স্টল ইনচার্জ আমজাদ হোসেন কাজল বলেন, কোনো ধরনের প্রচারণা না থাকায় শিশুপ্রহরে সাড়া ছিল না। সূচীপত্রের সাঈদ বারী বলেন, নামেই শিশুপ্রহর। কিন্তু শিশুদের তেমন উপস্থিতি ছিল না। এ দিকে কাকলী প্রকাশনীর প্রধান সেলিম বলেন, শুক্রবার সকাল থেকেই বইমেলায় লোকসমাগম থাকায় বিক্রি ভালো হয়েছে। জাগৃতি প্রকাশনীর আলাউদ্দীন বলেন, সকালে শিশুদের উপস্থিতি না থাকলেও বই বিক্রি ভালো হয়েছে। আহমদ প্রকাশনীর সালাহউদ্দীন ও অন্য প্রকাশের মোজাম্মেল হক শিশিরও একই মন্তব্য করেন।
লোকারণ্য গ্রন্থমেলা : যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে প্রভাব বইমেলায় পড়েছে। হাজার হাজার নারী-পুরুষ শাহবাগের সমাবেশে অংশ নিয়েছেন। তাদের বেশির ভাগ বইমেলায় গিয়ে সময় কাটিয়েছেন। অনেক তরুণ-তরুণীর গালে-কপালে শহীদ মিনার ও লাল-সবুজের পতাকার উল্কি আঁকা ছিল। শাহবাগের সমাবেশে আসা লোকের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে গতকালের গ্রন্থমেলা। ফলে প্রচণ্ড ভিড় হয় মানুষের। মেলা চত্বরের বাইরে রাস্তায় মানুষের দীর্ঘ লাইন ছিল লক্ষণীয়।
সূচীপত্রের স্টলে ভিড় : গতকাল গ্রন্থমেলায় সূচীপত্র প্রকাশনীর স্টলে ব্যাপক ভিড় ছিল। জাতীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির লেখা নির্বাচিত কলাম ও সাংবাদিক মারুফ কামাল খানের কবিতার বই অসময়ের ফোঁড় এবং মুশতাক আহমেদ হেলালের মুক্তিযুদ্ধ ও উদ্বাস্তু সমস্যাকেন্দ্রিক বই কোন আলোকে প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশনী। গোলাম মাওলা রনি বলেন, ‘এই আমার প্রথম কোনো বই প্রকাশিত হলো। খুবই ভালো লাগছে। পাঠকের আবেদনকে সাড়া দিয়ে বইটি সঙ্কলন করা হয়েছে। আশা করি পাঠক সাড়া দেবেন।’
সূচীপত্র স্টলের পাশেই শব্দশিল্প প্রকাশনীর স্টলে এসেছিলেন চিত্রনায়িকা মীম। তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় লেগে যায়। এ ছাড়া কবি-সাহিত্যিকদের পাশাপাশি শিক্ষাবিদরা বইমেলায় এসেছিলেন।
গতকালের নতুন বই : গ্রন্থমেলার অষ্টম দিনে ২৫০টি নতুন বই মেলায় এসেছে। বিষয়ভিত্তিক বইয়ের মধ্যে রয়েছে গল্প ৩৩টি, উপন্যাস ৪৬টি, প্রবন্ধ ১৪টি, কবিতা ৫৮টি, গবেষণা তিনটি, ছড়া চারটি, শিশুতোষ ১৫টি, জীবনী আটটি, রচনাবলি একটি, মুক্তিযুদ্ধ ১০টি, বিজ্ঞান পাঁচটি, ভ্রমণ চারটি, ইতিহাস চারটি, রম্য বা ধাঁধা সাতটি, ধর্মীয় একটি, সায়েন্স ফিকশন পাঁচটি ও অন্যান্য ২৮টি। এ ছাড়া গতকাল মেলায় ১৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতা : গতকাল সকাল সাড়ে ৮টায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৩ উপলে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ‘ক’ শাখায় ৪৪৫ জন, ‘খ’ শাখায় ২৮৭ জন ও ‘গ’ শাখায় ৭০ জন মোট ৮০২ জন প্রতিযোগী অংশ নেয়।
গতকালের অনুষ্ঠান : গতকাল গ্রন্থমেলার মূলমঞ্চে ‘হবীবুল্লাহ বাহার; ইতিহাসের ট্র্যাজিক পুরুষ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। আলোচনায় অংশ নেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, গবেষক মোরশেদ শফিউল হাসান ও ড. ইসরাইল খান। সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক।
আলোচকেরা বলেন, হবীবুল্লাহ বাহার বিশ শতকের বাঙালি মুসলমানের প্রগতিবাদী ইতিহাসের ধারায় এক স্মরণীয় নাম। মুসলমান সম্প্রদায়ের মধ্যে আধুনিক চেতনার উদ্বোধনে অগ্রণী ভূমিকা ছিল তার যদিও সময়ের নির্মম বিচারের স্বীকার হতে হয়েছে তাকে। কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সংসর্গ তার জীবনে সঞ্চার করেছিল নতুন মাত্রা। তারা বলেন, হবীবুল্লাহ বাহার সম্পাদিত বুলবুল পত্রিকা বাংলার সাময়িকপত্রের ইতিহাসে বিশিষ্টতার দাবি রাখে। এ পত্রিকার অসাম্প্রদায়িক নীতি ও চেতনা সমকালে ছিল দুর্লভ।
সন্ধ্যায় মিজানুর রহমান পান্নার পরিচালনায় খুলনার সাংস্কৃতিক সংগঠন ‘রূপান্তর’ এবং অসীম সাহার পরিচালনায় ‘সহজিয়া’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মেলামঞ্চে আজ : আজ সকাল ১০টায় শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই এবং বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে ‘অদ্বৈত মল্লবর্মণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন শান্তনু কায়সার। আলোচনায় অংশ নেবেন হরিশঙ্কর জলদাস, সফিকুন্নবী সামাদী ও অদিতি ফাল্গুনী। সভাপতিত্ব করবেন কামাল লোহানী। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। -UU�ob�����age:HI’>। বক্তারা নিহতদের রূহের মাগফিরাত কামনা করে তাদেরকে শহীদের মর্যাদা দেয়ার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করেন।
No comments