খালেদা জিয়া কি দেশ বিক্রির সেই দলিলটি দেখাতে পারবেন ॥ সুনামগঞ্জে হানিফ- জেলা আ'লীগের বর্ধিত সভা
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির
যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ কোন্দল-গ্রুপিং পরিহার করে জননেত্রী শেখ
হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠার রাজনীতিতে এগিয়ে আসার
জন্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের প্রতি আহ্বান
জানিয়েছেন।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত
সফরের সফলতাকে ব্যর্থতায় পর্যবেশিত করার ল্যে বিরোধীদলীয় নেত্রী নেতিবাচক
কথা বলার মাধ্যমে জাতিকে বিভক্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। আওয়ামী লীগ
যদি ভারতের কাছে দেশ বিক্রি করে থাকে তা হলে খালেদা জিয়া কি সেই দেশ
বিক্রির দলিলটি দেখাতে পারবেন? তিনি আরও বলেন, চারদলীয় জোট মতায় থেকে
আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে খুন করেছিল। আমাদের কোন্দলের কারণে এরা
যদি আবার মতায় আসতে পারে তা হলে ২১ লাখ নেতাকর্মীকে খুন করতে পিছপা হবে না।
তিনি মহাজোট সরকারের সফলতাকে সকলের মাঝে তুলে ধরার ওপর গুরম্নত্বারোপ করে
বলেন, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য আমি নেত্রীর
কাছে জোর সুপারিশ করব। শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগ
আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অথিতির বক্তৃতায় মাহবুব উল আলম হানিফ এ
কথা বলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ
সদস্য আলহাজ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ও বর্ধিত
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন
সিরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এমএ
মান্নান, কার্যনির্বাহী সদস্য সৈয়দা জেবুন্নেসা হক এমপি ও জেলা আওয়ামী লীগ
সেক্রেটারি নুরুল হুদা মুকুট। প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটনের
পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে শোক প্রসত্মাব পাঠ করেন জেলা আওয়ামী লীগ নেতা
পীর মতিউর রহমান এ্যাডভোকেট।
No comments