বাঘাইছড়িতে চুক্তির পক্ষ-বিপক্ষ গ্রুপের মধ্যে প্রচণ্ড গুলিবিনিময়- এলাকায় আতঙ্ক
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার
দুর্গম ভারত সীমান্তবর্তী কচুছড়িমুখ এলাকায় পার্বত্য শান্তি চুক্তির
পক্ষ-বিপক্ষ দু'গ্রুপের মধ্যে বৃহসপতিবার দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী
গুলিবিনিময় হয়েছে।
এ ঘটনায় জনসংহতির একজন গুলিবিদ্ধ হয়েছে
বলে অসমর্থিত সূত্র জানায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এদিন দুপুর থেকে
প্রচ- গুলিবিনিময় হয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়
বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে রাঙ্গামাটি পুলিশের এসপি সদরের সঙ্গে
যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি এলাকায় আধিপত্য
বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে প্রায় ১০০/১৫০ রাউন্ড গুলিবিনিময় হয় বলে
জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা সেখানে কোন ধরনের
হতাহতের খবর পায়নি বলে জানায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে
এলাকাবাসী জানান। সূত্র জানায়, বর্তমানে বাঘাইছড়ি এলাকা ইউপিডিএফের সশস্ত্র
গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। জনসংহতি সমিতি তাদের পুরনো ঘাঁটিটি
পুনরুদ্ধারের জন্য ওই এলাকায় অবস্থান নিতে গেলে দু'পক্ষের মধ্যে গোলাগুলি
শুরম্ন হয়ে যায়।
No comments