লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্ড ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ড-এ সেরা ছবি ‘স্কাইফল’
জমকালো আয়োজনে সমপ্রতি অনুষ্ঠিত হয়ে গেল
‘লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্ড ফিল্ম অ্যাওয়ার্ড-২০১২। এবারের এ অ্যাওয়ার্ডে
২০১২-এর সেরা ছবি হিসেবে নির্বাচিত হয় জেমস বন্ড সিরিজের ‘স্কাইফল’।
এ
ছবিটি গত বছর সারা বিশ্বের মধ্যে শীর্ষ ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছিলো।
পাশাপাশি ছবিটি সমালোচক মহলেও ছিল প্রশংসিত। এদিকে লন্ডন ইভিনিং
অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন টবি জোনস। ‘বারবেরিয়ান সাউন্ড
স্টুডিও’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। অন্যদিকে ‘শেডো
ড্যান্সার’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন
এন্ড্রি রিজরফ। এদিকে মিশরীয় নারী পরিচালক সেলি এল হুসাইনি ‘মাই ব্রাদার
দি ডেভিল’ ছবির জন্য সেরা নতুন চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে পুরস্কার পান।
‘ব্ল্যাক কমেডি সাইটারস’-এ অভিনয় করে সেরা কমেডি অভিনেতার পুরস্কার পান
পিটার সেলারস। এছাড়াও আরও বিভিন্ন ক্যাটিগরিতে দেয়া হয় ‘লন্ডন ইভিনিং
স্ট্যান্ডার্ড ফিল্ম অ্যাওয়ার্ড’।
No comments