স্টুডিও কনসার্টে ন্যান্সি
জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি হাজির হচ্ছেন ফোনোলাইভ স্টুডিও কনসার্টে।
দিগন্ত টেলিভিশনে ৭ ফেব্রুয়ারি রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে ফোনোলাইভ
স্টুডিও কনসার্ট মিউজিক আওয়ার।
মডেল-অভিনেতা
আলিফের উপস্থাপনায় এ অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গাইবেন ন্যান্সি। তিনি
ফোনে দর্শকদের সাথে সরাসরি আড্ডা দেবেন, দর্শকদের অনুরোধে গান গাইবেন এবং
শেয়ার করবেন তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানান কথা। অনুষ্ঠানটি
প্রযোজনা করবেন বদিউর রহমান সোহেল।
No comments