উত্তর কোরিয়া সফরের দায়ে এক দণি কোরীয়র কারাদণ্ড
দণি কোরিয়ার একটি আদালত গতকাল শুক্রবার এক বামপন্থী রাজনৈতিক কর্মীকে চার
বছরের কারাদণ্ড দিয়েছেন। কর্তৃপরে অনুমোদন ছাড়া উত্তর কোরিয়া সফর করায়
তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়।
রো
সু-হুই (৬৯) কোনো পূর্ব অনুমতি ছাড়া কঠোর নিরাপত্তা আইন লঙ্ঘন করে উত্তর
কোরিয়া সফর করায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। এ দিকে রো
সু-হুইয়ের সফরের ব্যবস্থা করতে উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তাদের সাথে
যোগাযোগ করার দায়ে উন জিন-উক নামের অন্য এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড
দেয়া হয়েছে।
উত্তর কোরিয়ার দীর্ঘ দিনের শাসক কিম জং-ইলের মৃত্যুর শততম দিন পালন উপলে গত বছরের মার্চ মাসে রো চীন হয়ে পিয়ংইয়ংয়ে প্রবেশ করেন। তিনি ওই সময় উত্তর কোরিয়া সফরকালে দেশটি নতুন শাসক কিম জং-উনের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশে ফিরে এলে জুলাই মাসে গ্রেফতার হন। উল্লেখ্য, সিউল কিম জং-ইলের শেষকৃত্যানুষ্ঠানে সরকারি কোনো প্রতিনিধি পাঠায়নি।
উত্তর কোরিয়ার দীর্ঘ দিনের শাসক কিম জং-ইলের মৃত্যুর শততম দিন পালন উপলে গত বছরের মার্চ মাসে রো চীন হয়ে পিয়ংইয়ংয়ে প্রবেশ করেন। তিনি ওই সময় উত্তর কোরিয়া সফরকালে দেশটি নতুন শাসক কিম জং-উনের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশে ফিরে এলে জুলাই মাসে গ্রেফতার হন। উল্লেখ্য, সিউল কিম জং-ইলের শেষকৃত্যানুষ্ঠানে সরকারি কোনো প্রতিনিধি পাঠায়নি।
No comments