দুই মাস অবরুদ্ধ থাকার পর জামিন- খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন রিজভী
দীর্ঘ দুই মাস অবরুদ্ধ থাকার পর জামিনে মুক্তি পেয়ে বিএনপির যুগ্ম মহাসচিব
রুহুল কবীর রিজভী বৃহম্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন।
রিজভী
আহমেদ এ সময় বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিএনপি স্থায়ী
কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের কয়েকজন নেতা এ সময় উপস্থিত
ছিলেন। বেগম খালেদা জিয়া এ সময় রিজভী আহমেদকে শুভেচ্ছা জানান এবং তার সার্বিক খোঁজখবর নেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা হয় রিজভী আহমেদের বিরুদ্ধে। এর পর একই মামলায় দলের কার্যালয়ের নিচ থেকে গ্রেফতার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। অন্য দিকে ওই দিন থেকেই দলীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন রিজভী আহমেদ। দীর্ঘ দুই মাস পরে বৃহস্পতিবার আদালত থেকে জামিন লাভ করে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান এই বিএনপি নেতা।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা হয় রিজভী আহমেদের বিরুদ্ধে। এর পর একই মামলায় দলের কার্যালয়ের নিচ থেকে গ্রেফতার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। অন্য দিকে ওই দিন থেকেই দলীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন রিজভী আহমেদ। দীর্ঘ দুই মাস পরে বৃহস্পতিবার আদালত থেকে জামিন লাভ করে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান এই বিএনপি নেতা।
No comments