শাহবাগ চত্বর ফাঁকা হয়ে যাচ্ছে
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে টানা চার দিনের আন্দোলন শেষে
অনেকেই ঘরে ফিরে যাচ্ছেন। গতকাল রাত বাড়ার সাথে সাথে জনসমাগমও কমে আসতে
শুরু করে শাহবাগে।
রাত ১০টায় শাহবাগে গিয়ে দেখা যায়,
পরিবারের সদস্যদের নিয়ে আসা অনেকেই ফিরে যাচ্ছেন তাদের বাড়িঘরে। তবে বাম
ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান করে গান বাজনা করছেন। অনেকে
খোশগল্প করছেন। জাস্ট নিউজ।
তবে ছাত্রলীগের নেতাকর্মীরা যার যার অবস্থানে ফিরে গেছেন। বড় কোনো নেতাকে চোখে পড়েনি শাহবাগ মোড়ে। সন্ধ্যার দিকেও শাহবাগ আশপাশের এলাকা লোকে লোকারণ্য ছিল। অবশ্য শুক্রবার ওই এলাকায় এমনিতেও ভিড় থাকে।
তা ছাড়া বইমেলার কারণে বিকেল থেকে শাহবাগ চত্বরে হাজার হাজার লোকের আগমন ঘটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিার্থীরা সন্ধ্যার পর থেকেই শাহবাগ ছেড়ে চলে যায়। বিশেষ করে পরিবারের সবাইকে নিয়ে আসা অনেকেই যান শাহবাগ ছেড়ে।
তবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিার্থীকে দীর্ঘ রাত পর্যন্ত সেখানে গানবাজনা ও আমোদ-ফূর্তিতে ব্যস্ত দেখা গেছে।
তবে ছাত্রলীগের নেতাকর্মীরা যার যার অবস্থানে ফিরে গেছেন। বড় কোনো নেতাকে চোখে পড়েনি শাহবাগ মোড়ে। সন্ধ্যার দিকেও শাহবাগ আশপাশের এলাকা লোকে লোকারণ্য ছিল। অবশ্য শুক্রবার ওই এলাকায় এমনিতেও ভিড় থাকে।
তা ছাড়া বইমেলার কারণে বিকেল থেকে শাহবাগ চত্বরে হাজার হাজার লোকের আগমন ঘটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিার্থীরা সন্ধ্যার পর থেকেই শাহবাগ ছেড়ে চলে যায়। বিশেষ করে পরিবারের সবাইকে নিয়ে আসা অনেকেই যান শাহবাগ ছেড়ে।
তবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিার্থীকে দীর্ঘ রাত পর্যন্ত সেখানে গানবাজনা ও আমোদ-ফূর্তিতে ব্যস্ত দেখা গেছে।
No comments