ব্যতিক্রমী গল্পে রওনক
এ পর্যন্ত অনেক ধরনের গল্পের নাটকে অভিনয় করলেও এবারই প্রথম পুরোপুরি থ্রিলার গল্পে অভিনয় করলেন রওনক হাসান।
নাটকের
শিরোনাম দ্য থার্ড ল। ভালোবাসা দিবস উপলে নাটকটি নির্মিত হচ্ছে। আফজাল
হোসেন মুন্নার চিত্রনাট্য ও পরিচালনায় নাটকের অন্যান্য চরিত্রে অভিনয়
করেছেন লাক্সতারকা ফাতেমাতুজ জোহরা ঈতিশা, আহমেদ রুবেল, লিপিকা আহমেদ
প্রমুখ। চলতি মাসের ২ তারিখ থেকে দ্য থার্ড ল নাটকের শুটিং শুরু হয়েছে।
রাজধানীর বাংলামোটর, শাহবাগ, রামপুরা, বনশ্রী, খিলগাঁওসহ বিভিন্ন এলাকায়
এর শুটিং চলছে। এ প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম
সাদি। একটি করপোরেট অফিসে গুরুত্বপূর্ণ পদে চাকরি করি। স্ত্রী কান্তাকে
নিয়ে আমার সুখের সংসার। হঠাৎ এক দিন কান্তাকে কিডন্যাপ করে রাকিব নামের
একজন সাইকো কিডন্যাপার। সে মুক্তিপণ নয়, অন্য কিছু চায়। প্রিয়তমা
স্ত্রীকে ফিরে পাওয়ার আশায়, তার দেয়া সব শর্ত আমি পূরণ করতে থাকি।’ রওনক
হাসান আরো বলেন, সাদি একে একে ক্যারিয়ার, সম্মান ও টাকা-পয়সা সব কিছু
জলাঞ্জলি দেয়। এক সময় বুঝতে পারেন টাকা-পয়সা পাওয়া নয়, সাদিকে
সম্পূর্ণ ধ্বংস করে দেয়াই অপহরণকারীর উদ্দেশ্য। একপর্যায়ে সাদি
অপহরণকারীর মুখোমুখি হয়। এখান থেকে নাটকের ঘটনা অন্য দিকে মোড় নেয়।
No comments