ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ২৯
ইরাকে শিয়া অধ্যুষিত এলাকায় গতকাল শুক্রবার উপর্যুপরি গাড়িবোমা হামলায় কমপে ২৯ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন।
বাগদাদে
একটি জনপ্রিয় পাখির বাজারে দু’টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সরকারি
কর্মকর্তারা এ কথা জানান। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল কর্মকর্তারা জানান,
কাদিমিয়ার পাশের উত্তর বাগদাদে দুই দফা গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ
ছাড়া শিয়া অধ্যুষিত বাবিল প্রদেশে রাজধানীর দণিাঞ্চলীয় শহর শোমালিতে
অন্য দু’টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ দিকে রাজধানী বাগদাদ থেকে ১০০
কিলোমিটার দেিণ শিয়া অধ্যুষিত হিলা শহরে একটি সবজি বাজারে পরপর দু’টি
গাড়িবোমা বিস্ফোরণে আরো ১৩ বেসামরিক নিহত হয় বলে সংবাদমাধ্যম জানায়।
কোনো পই এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
No comments