প্রেত সাধক সজল
অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় একক নাটক কানামাছি সংবাদে প্রেত সাধনায় রত
একটি ছেলের চরিত্রে অভিনয় করেছেন সজল। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন
তিশা।
নাটকের গল্পে দেখা যাবে সজল একটি পুরনো বাড়িতে যায়
প্রেত সাধনা করতে। সেখানে তার সাথে দেখা হয় একটি ভূতের। ভূতটি কয়েক দিন
তার সাথে দেখা করার পর আর আসে না। অবশেষে সজল মন খারাপ করে বাড়িটা ত্যাগ
করে। তত দিনে সে ভূতরূপী মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। শহরে এসে সজল সেই
ভূতটির মতো অবিকল আরেকটি মেয়ের সন্ধান পায়। সে পিছু নিতে শুরু করে
মেয়েটির। একপর্যায়ে মেয়েটির সাথে সজলের ভালো সম্পর্ক হয়ে যায়। সজল
মেয়েটিকে সে ভূতের কথা জানায়। সে যে সত্যি সত্যি ভূতকে ভালোবেসে ফেলেছে,
তা মেয়েটির কাছে প্রকাশ করে। নাটক মোড় নেয় আরেক নাটকীয়তায়।
সজল বলেন, রাত জেগে একটি পুরনো বাড়িতে শুটিং করতে হয়েছে। একেক সময় বাড়িটিকে ভুতুড়ে বাড়ি বলে মনে হয়েছে।
পরিচালক সূত্রে জানা গেছে, নাটকটি এনটিভিতে প্রচারের সম্ভাবনা রয়েছে।
সজল বলেন, রাত জেগে একটি পুরনো বাড়িতে শুটিং করতে হয়েছে। একেক সময় বাড়িটিকে ভুতুড়ে বাড়ি বলে মনে হয়েছে।
পরিচালক সূত্রে জানা গেছে, নাটকটি এনটিভিতে প্রচারের সম্ভাবনা রয়েছে।
No comments