ভালোবাসা দিবসে আবুল হায়াত
অন্যান্য বছরের মতো এবারো ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করেছেন বিশিষ্ট
অভিনেতা আবুল হায়াত। সম্প্রতি তিনি ভালোবাসা দিবসের একটি নাটকের শুটিং
সম্পন্ন করেছেন।
রোমান্টিক গল্পনির্ভর এ নাটকের শিরোনাম
ওপাশে কে ছিল?। এই নাটক সম্পর্কে আবুল হায়াত বলেন, বিশ্বজুড়ে ভালোবাসা
দিবসটি জমকালো আয়োজনে পালিত হয়ে থাকে। এ দেশেও তার ছোঁয়া লেগেছে। তারই
ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারো আমি ভালোবাসা দিবসের নাটকে অভিনয়
করলাম। ওপাশে কে ছিল? শিরোনামের এ নাটকটি লিখেছেন বিশিষ্ট ছড়াকার
সারওয়ার-উল-ইসলাম। এটি পরিচালনা করেছেন রকিব হাসান সূর্য। এতে আরো অভিনয়
করেছেন জাকিয়া বারী মম, মীর সাব্বির প্রমুখ। নাটকটি ১৪ ফেব্রুয়ারি একুশে
টেলিভিশনে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে। উল্লেখ্য, আবুল হায়াত বর্তমানে
বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন। তার অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে
রয়েছে সাতকাহন, জলছবি, পা রেখেছি যৌবনে, পাতলা খান মঞ্জিল, বন্ধু আমার,
চৌধুরী ভিলা, উত্তরাধিকার, ঝুলন্ত বাবুরা প্রভৃতি। এ ছাড়া এবারের একুশের
বইমেলায় তার পলাতক, শেষপত্র ও গল্প মালঞ্চ শিরোনামের তিনটি বই প্রকাশিত
হবে।
No comments