২১ মার্চ থেকে ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দের সম্মেলন
মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়
আগামী ২১ মার্চ থেকে ঢাকায় "এশিয়ার উন্নয়ন ত্বরান্বিত করতে ধর্মীয় ও
কমিউনিটি নেতৃবৃন্দের ভূমিকা" শীর্ষক সন্মেলন শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই
সম্মেলনে এশিয়ার ১৪টি দেশের সত্তরজন ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দ যোগ
দেবেন।
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
(ইউএসএআইডি) -এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার সম্মেলনে পৃষ্ঠপোষকতা করছে।
সম্মেলনের লৰ্য হলো বিভিন্ন ধর্মের ধর্মীয় ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ,
রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উন্নয়ন অংশীদারদের মধ্যে সংলাপ ও অভিজ্ঞতা বিনিময়ের
সুযোগ তৈরি করে দেয়া। ধর্মপ্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান
মিয়া, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এবং মার্কিন প্রেসিডেন্ট
বারাক ওবামার বিশেষ সহকারী ও হোয়াইট হাউসের ধর্ম বিশ্বাস ও প্রতিবেশ
অংশীদারিত্ব বিষয়ক দফতরের নির্বাহী পরিচালক জশুয়া ডোবোয়া সম্মেলনে উদ্বোধন
করবেন। ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সম্মেলন
প্রেসিডেন্ট ওবামার বিশ্বব্যাপী সম্পর্ক স্থাপন উদ্যোগ কর্মসূচীর একটি
গুরযত্বপূর্ণ অংশ, যেখানে যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও উন্নয়নকে সামনে এগিয়ে
নিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে কাজ করতে অঙ্গীকারাবদ্ব। সুশাসনের
উন্নয়ন, নারী-পুরুষের সমঅধিকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, আয়ের সুযোগ
সৃষ্টি এবং দুর্যোগ প্রস্তুতি ও সাড়া দেয়ার ৰেত্রে ধর্মীয় ও কমিউনিটি
নেতৃবৃন্দসহ সমাজের অন্যান্য নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সম্মেলনে
অংশগ্রহণকারীরা মতবিনিময় করবেন। এই সম্মেলনে লিডার্স অব ইনফুয়েন্স
কর্মসূচীর মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক গৃহীত বাংলাদেশে ধর্মীয় ও
কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততা উদ্যোগেরই ধারবাহিকতা। এ পর্যন্ত ১৫
হাজারেরও বেশি নেতৃবৃন্দ এই কর্মসূচীর মাধ্যমে তাদের কমিউনিটিতে প্রভাব
সৃষ্টিকারী বিষয়গুলোর ওপর প্রশিৰণ নিয়েছেন। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও
আফগানিস্তান, কম্পুচিয়া, ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান,
ফিলিপিন্স, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, তিমোর-লেসত্মি এবং
তাজিকিস্তানের প্রতিনিধিরা অংশ নেবেন।
No comments