নতুন বিজ্ঞাপনে কেয়া by আলমগীর কবীর
সুরেশ তেলের নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল
হয়েছেন চিত্রনায়িকা কেয়া। এর আগে এ তেলটির মডেল হয়েছিলেন পূর্ণিমা।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন বাপ্পী সাহা।
সম্প্রতি
এফডিসিতে এর শুটিং হয়েছে। বিজ্ঞাপনে শফিক আহমেদের সঙ্গীত পরিচালনায়
জিংগেলটিতে কণ্ঠ দিয়েছেন অনিমা ডি কস্টা। ৯ নম্বর ফোরে পরিবর্তন করে করে
পাঁচটি সেটে শুটিং হয়েছে বিজ্ঞাপনচিত্রটির। এতে নৃত্য পরিচালক ইমদাদুল হক
খোকন অন্তপ্রাণ চেষ্টা করেছেন বিজ্ঞাপনচিত্রটিকে প্রাণবন্ত করে তোলার জন্য।
বিজ্ঞাপনটি গতানুগতিক ধারা থেকে আলাদা হবে বলে ধারণা করা হচ্ছে। চলচ্চিত্র
থেকে সরে যাওয়ার পর কেয়া বিজ্ঞাপনচিত্রেই নিজের ঠিকানা খুঁজে নিয়েছেন।
কাজী ইলিয়াস কল্লোল তাকে নিয়ে নিয়মিতই কাজ করে যাচ্ছিলেন। কিন্তু কেয়া
হঠাৎ অতিরিক্ত পারিশ্রমিক দাবি করার পর তিনি কেয়াকে বাদ দেন। তার পর দীর্ঘ
দিন কেয়ার আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। এর মধ্যে তিনি রাজ্জাক
পরিচালিত আয়না ছবিতে অভিনয় করেছেন। তার মা বলেন, কেয়ার হাতে আরো কিছু
ছবি আছে। তবে তিনি আর কোনো ছবির নাম উল্লেখ করতে পারেননি।
No comments