ভালোবাসার মাসে এমপ্রেস
ভালোবাসা দিবসে ভালোবাসার পরশ ছড়াতে এমপ্রেস আকর্ষণীয় লাল রঙের কালেকশন
রেখেছে যুগলদের জন্য।
এ দিবসকে সামনে রেখে এমপ্রেস দিচ্ছে পার্টি ড্রেস,
VINCCI VINCCI জুতা ও অন্য সব আইটেমের ওপর পুরো মাসজুড়ে সর্বোচ্চ ৫০ শতাংশ
ছাড়। ১৪ ও ১৫ ফেব্রুয়ারি এয়ারটেলের ফেবারিট গ্রাহক এবং সব যুগলের জন্য
রয়েছে পণ্য ক্রয়ে বিশেষ ও বাড়তি চমক। এমপ্রেসের প্রধান সালমা আদিল বলেন,
‘তরুণ প্রজন্ম ও সবার সাথে একাত্ম হয়ে এই ভালোবাসা দিবস উদ্যাপনে
এমপ্রেসের সূচনালগ্ন থেকে এটিই আমাদের সর্বোচ্চ ছাড়। এবারের ভালোবাসা দিবস
সংগ্রহে আমাদের মূল আয়োজন-আকর্ষণীয় লাল।’
No comments