শাহরুখকে নিয়ে সালমানের নেতিবাচক মন্তব্য
সালমান খান ও শাহরুখ
সালমান খান ও শাহরুখ খানের সাপেনেউলে সম্পর্ক নতুন নয়। এবার বোধ হয় এই সম্পর্ক আরো তেতু হবে।
সালমান খান ও শাহরুখ খানের সাপেনেউলে সম্পর্ক নতুন নয়। এবার বোধ হয় এই সম্পর্ক আরো তেতু হবে।
সম্প্রতি আবারো শাহরুখ
সম্পর্কে নেতিবাচক মন্তব্য ছুড়েছেন এক থা টাইুগার তারকা সালমান। তার মতে,
অতি-অভিনয় করানোর প্রয়োজন হলে নির্মাতাদের উচিত শাহরুখকে নেয়া।
সম্প্রতি মুম্বাইয়ের ইয়ারি রোডের একটি বাংলোতে মডেল ও অভিনেত্রী আমনা শরিফের সাথে বিজ্ঞাপন চিত্রের শুটিং করছিলেন সালমান। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই তিনি ক্যামেরার সামনে দাঁড়ান। সহকর্মী আমনার দিকে হেঁটে যাওয়ার দৃশ্য নির্দেশকের মনমতো না হওয়ায় তিনি সালমানকে আবার হাঁটতে বলেন। ব্যস, এতেই ভীষণ চটে যান খান সাহেব এবং নির্দেশককে উদ্দেশ করে ঝাঁজালো মন্তব্য ছুড়তে থাকেন।
সালমান বলেন, সুন্দরভাবে হাঁটানোর দরকার পড়লে কোনো মডেলকে ডাকলেই হতো। এখানেই শেষ নয়। রাগে উন্মত্ত সালমান বলতে থাকেন, ভালো অভিনয় করাতে হলে হৃতিক রোশনকে আর অতি-অভিনয় করানোর প্রয়োজন হলে শাহরুখকে ডাকা উচিত ছিল, তাকে নয়। নির্দেশককে কথায় ঘায়েল করার পর রাগে ফুঁসতে ফুঁসতে শুটিং স্পট ছেড়ে চলে যান সালমান।
সম্প্রতি মুম্বাইয়ের ইয়ারি রোডের একটি বাংলোতে মডেল ও অভিনেত্রী আমনা শরিফের সাথে বিজ্ঞাপন চিত্রের শুটিং করছিলেন সালমান। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই তিনি ক্যামেরার সামনে দাঁড়ান। সহকর্মী আমনার দিকে হেঁটে যাওয়ার দৃশ্য নির্দেশকের মনমতো না হওয়ায় তিনি সালমানকে আবার হাঁটতে বলেন। ব্যস, এতেই ভীষণ চটে যান খান সাহেব এবং নির্দেশককে উদ্দেশ করে ঝাঁজালো মন্তব্য ছুড়তে থাকেন।
সালমান বলেন, সুন্দরভাবে হাঁটানোর দরকার পড়লে কোনো মডেলকে ডাকলেই হতো। এখানেই শেষ নয়। রাগে উন্মত্ত সালমান বলতে থাকেন, ভালো অভিনয় করাতে হলে হৃতিক রোশনকে আর অতি-অভিনয় করানোর প্রয়োজন হলে শাহরুখকে ডাকা উচিত ছিল, তাকে নয়। নির্দেশককে কথায় ঘায়েল করার পর রাগে ফুঁসতে ফুঁসতে শুটিং স্পট ছেড়ে চলে যান সালমান।
No comments