পূজার আয়োজন
এম ক্রাফট পূজায় ফ্যাশন হাউস এম ক্রাফট নিয়ে এসেছে নতুন ডিজাইনের শাড়ি। সুতি, হাফসিল্ক, মসলিন ও কোটা শাড়িতে হাতের কাজ করা হয়েছে। এ ছাড়া ছেলেদের জন্য পাঞ্জাবি ও ফতুয়া রয়েছে। বার্ডস আই ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আই এনেছে নতুন পোশাক।
আছে ছেলে ও মেয়েদের পাঞ্জাবি, টি-শার্ট, ফতুয়া ও শিশুদের পোশাক। পোশাকে আরামদায়ক কাপড় ব্যবহার করা হয়েছে।
জাহিদ ক্রাফটস
ঢাকার আজিজ সুপার মার্কেটে ফ্যাশন হাউস জাহিদ ক্র্যাফটস নিয়ে এসেছে নতুন ডিজাইনের খাটো পাঞ্জাবি। এসব পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে এপ্লিক ও হাতের কাজ। সিল্ক, অ্যান্ডি সিল্ক, অ্যান্ডি সুতি, সুতি ও খাদি কাপড় ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ছেলেদের জন্য রয়েছে ফতুয়া, শার্ট, পোলো শার্ট ও টি-শার্ট। আর মেয়েদের জন্য রয়েছে টপস ও ফতুয়া।
মনে মন্টু
পূজায় মনে মন্টু এনেছে নতুন নকশার বাহারি সব শাড়ি। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের সিল্ক, হাফসিল্ক, টিস্যু ও সুতির শাড়ি আছে। পাওয়া যাবে টাঙ্গাইলে পুরোনো আদালত রোডে মনে মন্টুর শাখায়।
শৈশব
পূজায় শৈশব এনছে শিশুদরে জন্য ধুতি, ফতুয়া, স্কার্ট টপস, ফ্রক, জিনসের প্যান্ট, ঘাঘড়া, চোলি ইত্যাদি পোশাক। ঢাকা ও চট্টগ্রামে শৈশবের সবকটি শো-রুমে এসব পোশাক পাওয়া যাবে।
রঙ
ফ্যাশন হাউস রঙ পূজার আয়োজনে এনেছে নানা রকম শাড়ি ও ছেলেদের জন্য টি-শার্ট, ধুতি-পাঞ্জাবি। সুতিসহ অ্যান্ডি, অ্যান্ডি সিল্ক, সিল্ক, জামদানি, মসলিন, রেশমি, সুতি, ডুপিয়ান কাপড় ব্যবহার করা হয়েছে। কাপড়ের বুনন ও রঙে বৈচিত্র্য আনা হয়েছে। পোশাকে রিবন ওয়ার্ক, কুসিকাঁটা, কাতানপাড় ও চামড়ার ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ব্লক প্রিন্ট, স্প্রে, টাই-ডাই, স্কিন-প্রিন্ট, অ্যাপলিক, এমব্রয়ডারি, কারচুপি, জারদৌসি, বাটিক, আড়ি, হাতের ভরাট কাজ এবং লেস, পাথর, চুমকি ইত্যাদি ব্যবহার করা হয়েছে।
জাহিদ ক্রাফটস
ঢাকার আজিজ সুপার মার্কেটে ফ্যাশন হাউস জাহিদ ক্র্যাফটস নিয়ে এসেছে নতুন ডিজাইনের খাটো পাঞ্জাবি। এসব পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে এপ্লিক ও হাতের কাজ। সিল্ক, অ্যান্ডি সিল্ক, অ্যান্ডি সুতি, সুতি ও খাদি কাপড় ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ছেলেদের জন্য রয়েছে ফতুয়া, শার্ট, পোলো শার্ট ও টি-শার্ট। আর মেয়েদের জন্য রয়েছে টপস ও ফতুয়া।
মনে মন্টু
পূজায় মনে মন্টু এনেছে নতুন নকশার বাহারি সব শাড়ি। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের সিল্ক, হাফসিল্ক, টিস্যু ও সুতির শাড়ি আছে। পাওয়া যাবে টাঙ্গাইলে পুরোনো আদালত রোডে মনে মন্টুর শাখায়।
শৈশব
পূজায় শৈশব এনছে শিশুদরে জন্য ধুতি, ফতুয়া, স্কার্ট টপস, ফ্রক, জিনসের প্যান্ট, ঘাঘড়া, চোলি ইত্যাদি পোশাক। ঢাকা ও চট্টগ্রামে শৈশবের সবকটি শো-রুমে এসব পোশাক পাওয়া যাবে।
রঙ
ফ্যাশন হাউস রঙ পূজার আয়োজনে এনেছে নানা রকম শাড়ি ও ছেলেদের জন্য টি-শার্ট, ধুতি-পাঞ্জাবি। সুতিসহ অ্যান্ডি, অ্যান্ডি সিল্ক, সিল্ক, জামদানি, মসলিন, রেশমি, সুতি, ডুপিয়ান কাপড় ব্যবহার করা হয়েছে। কাপড়ের বুনন ও রঙে বৈচিত্র্য আনা হয়েছে। পোশাকে রিবন ওয়ার্ক, কুসিকাঁটা, কাতানপাড় ও চামড়ার ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ব্লক প্রিন্ট, স্প্রে, টাই-ডাই, স্কিন-প্রিন্ট, অ্যাপলিক, এমব্রয়ডারি, কারচুপি, জারদৌসি, বাটিক, আড়ি, হাতের ভরাট কাজ এবং লেস, পাথর, চুমকি ইত্যাদি ব্যবহার করা হয়েছে।
No comments