সরাসরি ভোটে প্রথম চেক প্রেসিডেন্ট হলেন জেম্যান by প্রাগ
চেক প্রজাতন্ত্রে প্রথম সরাসরি ভোটে
প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেম্যান। গত শুক্রবার ও শনিবার দুই
দিনব্যাপী দ্বিতীয় দফা নির্বাচনে তিনি ৫৫ শতাংশ ভোট পেয়েছেন।
প্রধান প্রতিদ্বন্দ্বী চেক প্রজাতন্ত্রের রণশীল পররাষ্ট্রমন্ত্রী ক্যারেল শোয়াজেনবার্গ পেয়েছেন ৪৫ শতাংশ ভোট। ১১-১২
জানুয়ারি প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই পর্বে নয় প্রার্থীর মধ্যে
কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মতো প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায়
নির্বাচন দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হয়।
দশ বছর আগে আরেকবার দেশটির প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন জেম্যান। কিন্তু নিজ দলের পার্লামেন্ট সদস্যরাই তখন তার পে ভোট দেননি। এতে অপমানিত জেম্যান রাজনীতি ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন। সেই স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরেই বাজি মাত করলেন সাবেক এই কমিউনিস্ট নেতা।
তবে তিনি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান হলেও সরকার প্রধান নন, সরকার প্রধান প্রধানমন্ত্রী।
১৯৯৮ সাল থেকে ২০০২ পর্যন্ত জেম্যান দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
দশ বছর আগে আরেকবার দেশটির প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন জেম্যান। কিন্তু নিজ দলের পার্লামেন্ট সদস্যরাই তখন তার পে ভোট দেননি। এতে অপমানিত জেম্যান রাজনীতি ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন। সেই স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরেই বাজি মাত করলেন সাবেক এই কমিউনিস্ট নেতা।
তবে তিনি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান হলেও সরকার প্রধান নন, সরকার প্রধান প্রধানমন্ত্রী।
১৯৯৮ সাল থেকে ২০০২ পর্যন্ত জেম্যান দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
No comments