যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া ফখরুলকে গ্রেপ্তার না করতে নির্দেশ
যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নতুন মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে দুই মাসের অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুল ইসলামের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। পাশাপাশি রুলও জারি করেন আদালত। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, আদালত ফখরুলকে দুই মাসের অন্তর্বর্তীকালীন সময়ে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার আদেশ দিয়েছেন। তবে আদালত এও বলেছেন, ‘আমলযোগ্য’ অপরাধে ফখরুলকে গ্রেপ্তার দেখানো যাবে।
এদিকে পল্টন থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদনও নাকচ করা হয়েছে। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম সহিদুল ইসলাম এই আদেশ দেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, আদালত ফখরুলকে দুই মাসের অন্তর্বর্তীকালীন সময়ে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার আদেশ দিয়েছেন। তবে আদালত এও বলেছেন, ‘আমলযোগ্য’ অপরাধে ফখরুলকে গ্রেপ্তার দেখানো যাবে।
এদিকে পল্টন থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদনও নাকচ করা হয়েছে। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম সহিদুল ইসলাম এই আদেশ দেন।
No comments