জাপানের আরেকটি উপগ্রহ উৎক্ষেপণ
নজরদারি বাড়াতে জাপান আরেকটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে। উপগ্রহ বহনকারী এইচ-আইআইএ রকেটটি গতকাল রবিবার দক্ষিণাঞ্চলীয় তেনেগাসিমা থেকে উৎক্ষেপণ করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে এ তথ্য জানায়।
বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়ার তৎপরতার ওপর নজর রাখতেই এ উপগ্রহ পাঠায় জাপান। সম্প্রতি উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর হুমকি দেয়।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে জাপানের মূল ভূখণ্ডে উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে। এরই জবাবে জাপান গোয়েন্দা উপগ্রহ কর্মসূচি শুরু করে। রাডার সংযোজিত আরেকটি উপগ্রহ এবং আরেকটি অপটিক্যাল স্যাটেলাইট ইতিমধ্যে কাজ করছে। গতকাল উপগ্রহটি পাঠানোর মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ উপগ্রহ ব্যবস্থা সম্পন্ন হলো।
এবারের উপগ্রহটি রাতের বেলা এবং আকাশ মেঘে ঢাকা থাকলেও কাজ চালিয়ে যেতে পারবে। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বলছে, উপগ্রহটির কাজ হবে জাপানের ভূমিকম্প ও সুনামিসংক্রান্ত উপাত্তসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা। সূত্র : এএফপি।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে জাপানের মূল ভূখণ্ডে উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে। এরই জবাবে জাপান গোয়েন্দা উপগ্রহ কর্মসূচি শুরু করে। রাডার সংযোজিত আরেকটি উপগ্রহ এবং আরেকটি অপটিক্যাল স্যাটেলাইট ইতিমধ্যে কাজ করছে। গতকাল উপগ্রহটি পাঠানোর মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ উপগ্রহ ব্যবস্থা সম্পন্ন হলো।
এবারের উপগ্রহটি রাতের বেলা এবং আকাশ মেঘে ঢাকা থাকলেও কাজ চালিয়ে যেতে পারবে। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বলছে, উপগ্রহটির কাজ হবে জাপানের ভূমিকম্প ও সুনামিসংক্রান্ত উপাত্তসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা। সূত্র : এএফপি।
No comments