আইসিইউ-সিসিইউ চালু হচ্ছে চসিক জেনারেল হাসপাতালে

চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে আইসিইউ ও সিসিইউ ইউনিট চালু করার উদ্যোগ নিচ্ছে করপোরেশন।
এই ইউনিটে কিডনি ও হৃদরোগীদের চিকিৎসার বিশেষ ব্যবস্থা থাকবে। ২৫ শয্যাবিশিষ্ট নতুন এই আইসিইউ ও সিসিইউ ইউনিট বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পরিচালিত হবে। এ চিকিৎসাসেবা কার্যক্রমটি একটি প্রকল্পের অধীনে বাস্তবায়ন করা হবে। গতকাল সকালে করপোরেশন মিলনায়তনে নির্বাচিত পরিষদের ৩১তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম এ কথা জানান। এতে করপোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান শিা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি ও করপোরেশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, আমাদের দেশে মধ্যবিত্ত মানুষ হৃদরোগসহ বিভিন্ন রোগের উন্নত চিকিৎসার প্রয়োজনে পাশের ও অন্যান্য দেশে যান। এতে করে তাদের আর্থিক এবং সময়ের যথেষ্ট অপচয় হয়। এসব রোগী যাতে সহজে নিজ এলাকায় সাশ্রয়ী মূল্যে চিকিৎসা পেয়ে আরোগ্য লাভ করতে পারেন সে ল্েয সিটি করপোরেশন এই আইসিইউ ও সিসিইউ ইউনিট চালু করতে যাচ্ছে।
       

No comments

Powered by Blogger.