বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত- মার্চে কাউন্সিল ২৯ জানুয়ারি জনসভা
আগামী মার্চে জাতীয় কাউন্সিল করবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল
(২৯ জানুয়ারি) নয়া পল্টনে জনসভা করবে বিএনপি।
বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া জনসভায় বক্তব্য রাখবেন। তিনি ফেব্রুয়ারিতে রাজবাড়ী ও ঢাকার
আশপাশের কয়েকটি জেলার জনসভায়ও বক্তব্য রাখবেন। বেগম খালেদা জিয়ার
সভাপতিত্বে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি গত
রাতে বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠক শেষে রাত ১১টার দিকে বিএনপির
স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত ৯টায় শুরু হয়ে এ বৈঠক প্রায় ১১টা পর্যন্ত চলে।
বৈঠক শেষে তরিকুল ইসলাম বলেন, আগামী মার্চে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে বিদ্যমান আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে ফেব্রুয়ারিতে রাজবাড়ী জেলাসহ রাজধানীর আশপাশের কয়েকটি জেলায় জনসভায় বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া। এ ছাড়া আজ ১৮ দলের শীর্ষ নেতাদের সাথে বেগম খালেদা জিয়া রাত ৮টায় বৈঠক করবেন। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে ওই বৈঠকের পর জোটগত আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গত রাতের বৈঠকে অংশ নেন ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব:) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্রি. জে. (অব:) আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সারোয়ারী রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মইন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠকে তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে বিদ্যমান সরকার বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি গ্রহণ, কারাবন্দী নেতাকর্মীদের মামলাসংক্রান্ত বিষয় ও সংসদ অধিবেশনে যোগ দেয়া সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে তরিকুল ইসলাম বলেন, আগামী মার্চে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে বিদ্যমান আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে ফেব্রুয়ারিতে রাজবাড়ী জেলাসহ রাজধানীর আশপাশের কয়েকটি জেলায় জনসভায় বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া। এ ছাড়া আজ ১৮ দলের শীর্ষ নেতাদের সাথে বেগম খালেদা জিয়া রাত ৮টায় বৈঠক করবেন। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে ওই বৈঠকের পর জোটগত আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গত রাতের বৈঠকে অংশ নেন ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব:) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্রি. জে. (অব:) আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সারোয়ারী রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মইন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠকে তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে বিদ্যমান সরকার বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি গ্রহণ, কারাবন্দী নেতাকর্মীদের মামলাসংক্রান্ত বিষয় ও সংসদ অধিবেশনে যোগ দেয়া সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়।
No comments