রস+আলোর অ্যানটেনায় এবার ধরা পড়েছেন- ছড়াক্যাচার by আবুল হায়াত
প্রকৌশলী হয়েও তিনি নাটকে দেন হানা
সব জিনিসের মন্দ-ভালো তাঁরই বেশি জানা।
সব জিনিসের মন্দ-ভালো তাঁরই বেশি জানা।
বিশ্বাস না হলে টিভির চ্যানেল করুন ভ্রমণ
সকলখানে এই প্রিয়মুখ সবচে বেশি কমন।
সৎ উপদেশ দিতে তিনি
ছাতায় ও লুঙ্গিতে তিনি
পাইপে ও ঢেউটিনেও তিনি
রাতেও তিনি, দিনেও তিনি
সত্যি রে ভাই, বিজ্ঞাপনে তিনিই আসল রাজা
বলতে পারেন কী রড ভালো, কোন চা-পাতা তাজা।
উপদেশের বহর দেখে ফোড়ন কাটে বদে—
এমন লোকের খুব প্রয়োজন উপদেষ্টা পদে।
ছড়া রোমেন রায়হান
প্রথমবারের মতো সমুদ্র দর্শনে বের হয়েছেন একজন পদার্থবিদ, একজন জীববিদ এবং একজন রসায়নবিদ।
পদার্থবিজ্ঞানী সমুদ্র দেখলেন আর ইয়া বড় বড় সব ঢেউ দেখে মোহিত হয়ে গেলেন। ঢেউয়ের ফ্লুইড ডাইনামিকসের ওপর গবেষণা করার কথা চিন্তা করে সাগরে চলে গেলেন। যথারীতি তিনি ডুবে গিয়ে আর ফিরলেন না।
জীববিজ্ঞানী বললেন, তিনি সমুদ্রের ফ্লোরা-ফনার ওপর গবেষণা করবেন, কিন্তু তিনিও ওই পদার্থবিদের মতো সাগরে গিয়ে আর ফিরলেন না।
রসায়নবিদ করলেন কি...বহুক্ষণ ধরে বাকি দুজনের জন্য অপেক্ষা করে শেষে পর্যবেক্ষণ লিখতে বসলেন, ‘পদার্থবিজ্ঞানী এবং জীববিজ্ঞানী উভয়ই সমুদ্রের পানিতে দ্রবণীয়’
সকলখানে এই প্রিয়মুখ সবচে বেশি কমন।
সৎ উপদেশ দিতে তিনি
ছাতায় ও লুঙ্গিতে তিনি
পাইপে ও ঢেউটিনেও তিনি
রাতেও তিনি, দিনেও তিনি
সত্যি রে ভাই, বিজ্ঞাপনে তিনিই আসল রাজা
বলতে পারেন কী রড ভালো, কোন চা-পাতা তাজা।
উপদেশের বহর দেখে ফোড়ন কাটে বদে—
এমন লোকের খুব প্রয়োজন উপদেষ্টা পদে।
ছড়া রোমেন রায়হান
প্রথমবারের মতো সমুদ্র দর্শনে বের হয়েছেন একজন পদার্থবিদ, একজন জীববিদ এবং একজন রসায়নবিদ।
পদার্থবিজ্ঞানী সমুদ্র দেখলেন আর ইয়া বড় বড় সব ঢেউ দেখে মোহিত হয়ে গেলেন। ঢেউয়ের ফ্লুইড ডাইনামিকসের ওপর গবেষণা করার কথা চিন্তা করে সাগরে চলে গেলেন। যথারীতি তিনি ডুবে গিয়ে আর ফিরলেন না।
জীববিজ্ঞানী বললেন, তিনি সমুদ্রের ফ্লোরা-ফনার ওপর গবেষণা করবেন, কিন্তু তিনিও ওই পদার্থবিদের মতো সাগরে গিয়ে আর ফিরলেন না।
রসায়নবিদ করলেন কি...বহুক্ষণ ধরে বাকি দুজনের জন্য অপেক্ষা করে শেষে পর্যবেক্ষণ লিখতে বসলেন, ‘পদার্থবিজ্ঞানী এবং জীববিজ্ঞানী উভয়ই সমুদ্রের পানিতে দ্রবণীয়’
No comments