পুলিশের সঙ্গে সংঘর্ষ: ৫৩ শিবিরকর্মী আটক
মতিঝিলের শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা,
স্টেডিয়াম এলাকায় শিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৫ জন শিবির কর্মীকে আটক
করেছে মতিঝিল থানার পুলিশ। এ ঘটনায় পুলিশসহ শিবিরের শতাধিক কর্মী আহত
হয়েছে।
শিবিরের সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত বাংলানিউজকে
বলেন, “ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াত নেতাদের মুক্তি, শিবিরের প্রচার
সম্পাদক ইয়াহহিয়ার মুক্তিসহ কয়েকটি দাবিতে আমরা মিছিল করতে চাইলে পুলিশ
আমাদের উপর অর্তকিত হামলা চালায়। এতে আমাদের অর্ধশত কর্মী আহত হয়েছেন।”
মতিঝিল
থানার ডিউটি অফিসার এসআই মোস্তাক বাংলানিউজকে বলেন, “শিবির সকালে অর্তকিতে
রাস্তায় নেমে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের মিছিল ছত্রভঙ্গ করতে
লাটিচার্জ ও টিয়ারশেয়াল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে
পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কতজনকে আটক করা হয়েছে তা বলতে পারেন নি
তিনি।
এ বিষয়ে মতিঝিল থানার ওসি হায়াতুল্লাহ বাংলানিউজকে বলেন, “শিবির সকালে অরাজকতা তৈরি করতেই অর্তকিতে রাস্তায় মিছিল বের করেছে। তবে পুলিশ সর্তক অবস্থানে থাকায় বড় ধরনের কোন ঘটনা ঘটাতে পারেনি। আমরা ঘটনাস্থল থেকে কয়েকজন শিবির কর্মীকে আটক করেছি।”
এ বিষয়ে মতিঝিল থানার ওসি হায়াতুল্লাহ বাংলানিউজকে বলেন, “শিবির সকালে অরাজকতা তৈরি করতেই অর্তকিতে রাস্তায় মিছিল বের করেছে। তবে পুলিশ সর্তক অবস্থানে থাকায় বড় ধরনের কোন ঘটনা ঘটাতে পারেনি। আমরা ঘটনাস্থল থেকে কয়েকজন শিবির কর্মীকে আটক করেছি।”
No comments