সিরিয়ায় ১০০ কারাবন্দীকে মুক্ত করল বিদ্রোহীরা
সিরিয়ায় ইডলিব শহরের এক কারাগারে বিদ্রোহীরা হামলা চালিয়ে প্রায় ১০০ কারাবন্দীকে মুক্ত করেছে।
শুক্রবার থেকে ওই কারাগারে বিদ্রোহীদের সাথে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। ব্রিটেনভিত্তিক
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি
আবদেল রহমান শনিবার জানান, বিদ্রোহীরা ১০০ জনের মতো কয়েদিকে মুক্ত করতে সম
হয়েছে। তবে তারা এখনো কারাগারটির নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারেনি। গত
শুক্রবারের সংঘর্ষে কমপক্ষে ১০ জন বিদ্রোহী নিহত হয় বলে সূত্র জানায়।
সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে কয়েক মাস ধরেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সরকারবিরোধী বাহিনী। ইডলিব শহরের বেশির ভাগই তাদের দখলে রয়েছে।
সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে কয়েক মাস ধরেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সরকারবিরোধী বাহিনী। ইডলিব শহরের বেশির ভাগই তাদের দখলে রয়েছে।
No comments