ব্রাজিলে নাইট কাবে আগুনে নিহত ২৫০
ব্রাজিলের দণিাঞ্চলের রিও গ্রান্ডি ডু সুল বাজ্যের সান্তা মারিয়া শহরের এক নাইট কাবে অগ্নিকাণ্ডে ২৪৫ জন নিহত হয়েছে।
কিস নামক নাইট কাবটিতে আতশবাজি প্রদর্শনীর সময় আগুন লেগে এ ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আড়ইশ ছাড়িয়ে যেতে পারে বলে ব্রাজিলের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। বিবিসি/রয়টার্স। ইতোমধ্যে কাব থেকে ১৫৯টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকাজের তত্ত্বাবধায়ক সামরিক পুলিশের মেজর গার্সন দা রোজা ফেরিনা। সেখানে এখনো উদ্ধারকাজ চলছে বলে তিনি জানান। রাজ্যের রাজধানী পোর্তো এলেগ্রে থেকে সান্তা মারিয়া শহরটি ৩০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় নগরী। এর লোকসংখ্যা আড়াই লাখ।কাবটিতে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কগ্রস্ত লোকেরা বিষাক্ত ধোয়ায় শ্বাসরুদ্ধ ও পদদলিত হয়ে লোকেরা মারা গেছে। মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে বলে জানান ফেরিনা।
শনিবার রাতে আতশবাজি প্রদর্শনীর সময় দুই হাজার লোকের ধারণক্ষমতাসম্পন্ন নাইট কাবটি মানুষে পরিপূর্ণ ছিল বলে জানা গেছে। জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কতজন মারা গেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। রিয়ো গ্রাঁদে দো সুল প্রদেশের দমকল বাহিনীর কমান্ডার গুইদো মেলো বলেছেন, এ দুর্ঘটনায় কমপে ৫০ জন আহত হয়েছে।
No comments