চিত্র বিচিত্র
অশীতিপর মহিলার ভুল ড্রাইভিং
সুইডেনের একজন ৮০ বছরের বেশি বয়সী মহিলা মুদিরদোকান থেকে ভুল করে অন্যের গাড়ি চালিয়ে বাড়িতে ফেরেন।
সুইডেনের একজন ৮০ বছরের বেশি বয়সী মহিলা মুদিরদোকান থেকে ভুল করে অন্যের গাড়ি চালিয়ে বাড়িতে ফেরেন।
অশীতিপর
এ মহিলা গাড়িটি তার নিজের মনে করেই নির্ভাবনায় সোজা সেটি চালিয়ে
বাড়িতে ফেরেন। তবে তার মেয়ে যখন প্রশ্ন করেনÑ গাড়িতে রাখা ওই ব্যাগটি
কার? তখন তার মনে সংশয় দেখা দেয়। মেয়েটি জানান, তাদের গ্যারেজে তিনি যে
কারটি দেখতে পান তার সাথে তার মায়ের গাড়িটির কোনোই মিল ছিল না। তাই তিনি
পুলিশে খবর দেন। তার আগেই গাড়িটির প্রকৃত মালিক তার গাড়ি চুরির হওয়ার
কথা পুলিশকে জানিয়ে দিয়েছিলেন। তবে তিনি গাড়ির ভেতরেই চাবিটি ফেলে রেখে
যাওয়ার কথা স্বীকার করেন। পুলিশ জানায় যে, গাড়িটি তার প্রকৃত মালিককে ফেরত দেয়া হয়েছে। এবং এ ভুলের জন্য মহিলাকে কোনো জরিমানা করা হয়নি।
No comments