ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- লাবলু সভাপতি সালেহ সম্পাদক নির্বাচিত
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ২০১৩ সালের বার্ষিক
নির্বাচনে আখতারুজ্জামান লাবলু (ভোরের কাগজ) সভাপতি এবং আবু সালেহ আকন
(নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল
বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ)
আয়োজিত নির্বাচনে তারা জয়লাভ করেন। এর আগে ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীকে
প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশন সন্ধ্যা সাড়ে
৭টার দিকে ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, আখতারুজ্জামান লাবলু ১৪৪ ভোট পেয়ে
জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইত্তেফাকের আবুল খায়ের পেয়েছেন ৪৮
ভোট। ভোরের ডাক পত্রিকার মঞ্জুরুল বারী নয়ন ১০২ ভোট পেয়ে সহসভাপতি
নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইউএনবির জাহাঙ্গীর আলম পেয়েছেন ৮৬
ভোট। আবু সালেহ আকন পেয়েছেন ১০২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ডেইলি সানের
ইসারফ হোসেন ইসা পেয়েছেন ৮৭ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সরোয়ার আলম
(যুগান্তর) পেয়েছেন ১০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আমার দেশ পত্রিকার
মোমিন পেয়েছেন ৫৮ ভোট এবং ডেসটিনির জাকারিয়া ২৬ ভোট। অর্থসম্পাদক পদে
মনিরুজ্জামান উজ্জ্বল (প্রকাশিতব্য ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন) ১১৫ ভোট
পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দিগন্ত টিভির নয়ন মুরাদ
পেয়েছেন ৭৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ইন্ডিপেনডেন্ট পত্রিকার আরিফ
নেওয়াজ ফরাজী বাদল ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী
ফোকাস বাংলার আ: লতিফ রানা পেয়েছেন ৭৩ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে
জনকণ্ঠের নিয়াজ আহমেদ লাবু পেয়েছেন ১০১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সমকালের
ইন্দ্রজিৎ সরকার পেয়েছেন ৮৮ ভোট। প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে মাসুম
মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক
সম্পাদক পদে প্রাইম খবর.কমের কাজী জামশেদ নাজিম ১০২ ভোট পেয়ে নির্বাচিত
হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী যুগান্তরের সৈয়দ আতিক পেয়েছেন ৭২ ভোট। দফতর
সম্পাদক পদে মমতাজ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সদস্য
পদে নির্বাচিত হয়েছেন সোহেল মাহমুদ (১৪৪ ভোট), আলাউদ্দিন আরিফ (৮৮ ভোট) ও
শাহীন আলম (৬৮ ভোট)।
No comments