রূপসী বাংলা পুরস্কার পেলেন তিন ফটোসাংবাদিক
রূপসী বাংলা জাতীয় ফটোসাংবাদিক পুরস্কার-১৪১৯ পেয়েছেন তিন ফটোসাংবাদিক।
গতকাল বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ
পুরস্কার প্রদান করা হয়।
জাতীয় প্রেস কাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায়
পুরস্কারপ্রাপ্তরা হলেন : প্রথম-ফ্রিল্যান্স ফটোসাংবাদিক জাকির হোসেন,
দ্বিতীয়-দৈনিক যুগান্তরের সিনিয়র ফটোসাংবাদিক খান মোহাম্মদ নজরুল ইসলাম ও
তৃতীয়-দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক মতিউর সেন্টু।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস কাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মহসিন ও সাবেক সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপসী বাংলার আহ্বায়ক নাসিম শিকদার। অনুষ্ঠানে ফটো সাংবাদিকদের প্রেস কাবের সদস্যপদ প্রদানের জোর দাবি জানানো হয়।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস কাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মহসিন ও সাবেক সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপসী বাংলার আহ্বায়ক নাসিম শিকদার। অনুষ্ঠানে ফটো সাংবাদিকদের প্রেস কাবের সদস্যপদ প্রদানের জোর দাবি জানানো হয়।
No comments