১. শপিং মলে যাওয়ার আগে— টুকু: আম্মু, শপিং মলে কেন যাবে? মা: আয় বাবা, আমরা কেনাকাটা করব। ২. শপিং করে বাড়িতে আসার পর। মা: টুকু, আমার নতুন কেনা শাড়িটাকে কুচিকুচি করে কাটল কে? টুকু: আম্মু, তুমিই তো বলেছিলে কেনাকাটা করবে। কাটাটা বাকি ছিল তো, তাই আমি সুন্দর করে কেটে দিয়েছি। চাটখিল, নোয়াখালী।
No comments