ভারি মজা তো! by ধ্রুব এষ

একদিন একজন একটা পাখি আঁকতেই পাখিটা উড়ে গেল আকাশে। তাজ্জব হয়ে একটা মেঘ আঁকল সে। মেঘটাও উড়ে গেল আকাশে। ঘুড়ি আঁকল। ঘুড়িটাও। ভারি মজা তো! ভারি মজা তো! মজা পেয়ে একটা ফড়িং আঁকল সে। প্রজাপতি আঁকল। সূর্য আঁকল। চাঁদ আঁকল। আরও কত কী, কত কী আঁকল! সব উড়ে গেল আকাশে।


ভারি মজা তো!
ভারি মজা তো!
শেষে সে আঁকল নিজেকেই। আর, আর, আর, সেও উড়ে গেল আকাশে।
ভারি মজা তো!
ভারি মজা তো!
এই দেখে আঁকতে বসল আরেকজন। কিন্তু সে কিছু আঁকতে পারলে তো! তাও কসরত করে যা যা আঁকল, সব একেবারে কাকের ঠ্যাং বকের ঠ্যাং হলো।
কাকের ঠ্যাং, বকের ঠ্যাং কি আর ওড়ে? উড়লে তখন না হয় আবার বলা যেত,
ভারি মজা তো!
ভারি মজা তো!

No comments

Powered by Blogger.