বিধি বাম জেনিফার লোপেজের
কথায় আছে, জন্ম-মৃত্যু-বিয়েতে সৃষ্টিকর্তার আশীর্বাদ চিরধার্য। সব কিছু হারিয়ে এখন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ এখন সেকথা শতভাগ বিশ্বাস করেন। স্বামী মার্কিন গায়ক ও অভিনেতা মার্ক অ্যান্থনিকে নিয়েই তিনি সুখের সংসারের স্বপ্ন দেখেছিলেন।
কিন্তু তাদের দাম্পত্য জীবনে বিন্দুমাত্র সুখের দেখা মেলেনি।
অবশেষে মার্ক অ্যান্থনির সঙ্গে তিনি সম্পর্কচ্ছেদ করেন। এরপর লোপেজ নিজের চেয়ে কম বয়সী ক্যাসপার স্মার্টের প্রেমে জড়িয়ে পড়েন। এর কয়েকদিন বাদেই তিনি ক্যাসপার স্মার্টকে বিয়ে করার ঘোষণা দেন।
কিন্তু বিধি বাম। এখন লোপেজ-স্মার্টের সম্পর্ক ভাঙনের টানাপোড়নের মধ্যে রয়েছে।
গত ক’দিন ধরে ৪৩ বছর বয়সী লোপেজকে ২৫ বছর বয়সী স্মার্ট একদমই সহ্য করতে পারছেন না ।
তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লোপেজ স্মার্টের কাছে দিনকে দিন অসহ্য হয়ে উঠছেন।
অবশেষে মার্ক অ্যান্থনির সঙ্গে তিনি সম্পর্কচ্ছেদ করেন। এরপর লোপেজ নিজের চেয়ে কম বয়সী ক্যাসপার স্মার্টের প্রেমে জড়িয়ে পড়েন। এর কয়েকদিন বাদেই তিনি ক্যাসপার স্মার্টকে বিয়ে করার ঘোষণা দেন।
কিন্তু বিধি বাম। এখন লোপেজ-স্মার্টের সম্পর্ক ভাঙনের টানাপোড়নের মধ্যে রয়েছে।
গত ক’দিন ধরে ৪৩ বছর বয়সী লোপেজকে ২৫ বছর বয়সী স্মার্ট একদমই সহ্য করতে পারছেন না ।
তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লোপেজ স্মার্টের কাছে দিনকে দিন অসহ্য হয়ে উঠছেন।
No comments