মিয়ানমারে নতুন করে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ৩

মিয়ানমারে বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে নতুন করে সহিংসতায় প্রাণ হারিয়েছে তিন ব্যক্তি। দেশটির একজন সরকারি কর্মকর্তা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। দেশটিতে সাম্প্রদায়িক সংঘাত নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মধ্যেই এ খবর এল।


দাপ্তরিক হিসাবে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গত জুন মাস থেকে এ পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতায় ৮০ ব্যক্তি প্রাণ হারিয়েছে। যদিও কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোয় পরিস্থিতি শান্ত রয়েছে।
এক সরকারি কর্মকর্তা জানান, রাখাইন রাজ্যের রাজধানী সিতুই থেকে ৬০ মাইল উত্তরে অবস্থিত কিয়াকতাউয়ে গত রোববার নতুন সহিংসতায় তিন ব্যক্তি নিহত হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এএফপি।

No comments

Powered by Blogger.