চালক শরিফুল হত্যা মামলা- তিন তরুণ গ্রেপ্তার অটোরিকশা উদ্ধার
নাটোরের গুরুদাসপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক শরিফুল ইসলামকে (১৮) হত্যার ঘটনায় পুলিশ গত রোববার রাতে তিন তরুণকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো: গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে রাসেল (১৭) ও জহুরুলের ছেলে
গ্রেপ্তারকৃতরা হলো: গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে রাসেল (১৭) ও জহুরুলের ছেলে
জুয়েল (১৬) ও চাঁচকৈড় বাজারের নজরুল ইসলামের ছেলে ফরহাদ (১৭)। তারা এখন তাড়াশ থানা হেফাজতে রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ মঙ্গলবার তাদের সিরাজগঞ্জ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ মঙ্গলবার তাদের সিরাজগঞ্জ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
No comments