ওমরাহ পালনের জন্য কাল সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া

আগামীকাল ৮ আগস্ট বুধবার রাতে ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন।


তিনি সে দেশের বাদশাহর মেহমান হিসেবে মদিনার রাজকীয় দারুল আমান প্রাসাদে অবস্থান করবেন বলে জানা গেছে। সৌদি আরবে ১০ দিন অবস্থান শেষে আগামী ২৯ রমজান দেশে ফিরবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, জাতীয় সংসদে খালেদা জিয়ার এপিএস সুরাতুজ্জামান, খালেদা জিয়ার ছোট ভাই শামিম ইস্কান্দার, শামিম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার নুরউদ্দিন আহমেদ ও দুই কর্মচারীসহ মোট ৯ জন। খালেদা জিয়ার আগেই সৌদি আরব যাবেন তাঁর উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু। তিনি সেখানে খালেদা জিয়ার ১০ দিনের থাকার ব্যবস্থাসহ যাবতীয় কর্মসূচী তদারকি করবেন বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.