আসামে সহিংসতার সঙ্গে ‘বাইরের শক্তি’ জড়িত থাকতে পারে: ভারত
আসামের সাম্প্রতিক দাঙ্গায় ‘বাইরের শক্তি’ জড়িত থাকতে পারে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং গতকাল সোমবার সাংবাদিকদের এ কথা বলেন। তবে এই ‘বাইরের শক্তি’ কারা, সে ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
আসামে জাতিগত বোড়ো ও সংখ্যালঘুদের মধ্যে সাম্প্রতিক এই সহিংসতার ঘটনা তদন্তের দায়িত্ব সিবিআইকে দিতে পারে রাজ্য সরকার।
আসামে জাতিগত বোড়ো ও সংখ্যালঘুদের মধ্যে সাম্প্রতিক এই সহিংসতার ঘটনা তদন্তের দায়িত্ব সিবিআইকে দিতে পারে রাজ্য সরকার।
সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের কারও প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আছে কি না—জানতে চাইলে এমন আশঙ্কা নাকচ করে দেন স্বরাষ্ট্রসচিব। তিনি বলেন, ভারতের ভূখণ্ড অতিক্রম করে সীমান্তের ওপার থেকে কোনো সংঘবদ্ধ গোষ্ঠী এসে এই কাজ করতে পারে না। কারণ, আন্তর্জাতিক সীমান্ত বন্ধ আছে।
আর কে সিং বলেন, এ ঘটনার নেপথ্য নায়কদের খুঁজে বের করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর।
একটি সূত্র জানায়, আসাম সরকার এ ঘটনার তদন্তভার সিবিআইয়ের ওপর দিতে চায়। পিটিআই।
আর কে সিং বলেন, এ ঘটনার নেপথ্য নায়কদের খুঁজে বের করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর।
একটি সূত্র জানায়, আসাম সরকার এ ঘটনার তদন্তভার সিবিআইয়ের ওপর দিতে চায়। পিটিআই।
No comments