সত্যিকারের সবজান্তা- লেখক
উইলিয়াম শেকসিপয়ার সর্বপ্রথম ‘হারি’ বা ‘তাড়াতাড়ি করা’ শব্দটির প্রচলন করেন। লিও তলস্তয়ের ওয়ার অ্যান্ড পিস বইটির খসড়া হাতে লিখে তৈরি করেন তাঁর স্ত্রী, তখনো টাইপরাইটারের প্রচলন হয়নি। টাইপরাইটারে সর্বপ্রথম প্রকাশিত বইটির নাম দি অ্যাডভেঞ্চারস অব টম সয়্যার, বইটির লেখক মার্ক টোয়েন।
শার্লক হোমসের স্রষ্টা আর্থার কোনান ডয়েল চক্ষু বিশেষজ্ঞ ছিলেন, তাতে খোরপোষ চলত না বিধায় তিনি লেখালেখির দিকে ঝোঁকেন।
স্যামুয়েল রিচার্ডসনের ক্লারিসা অর দি হিস্টোরি অব এ ইয়াং লেডি ইংরেজি ভাষায় লেখা সর্ববৃহৎ উপন্যাস, এতে মোট ১০ লাখ শব্দ ব্যবহূত হয়েছে।
জে কে রাউলিংয়ের বিখ্যাত সিরিজ হ্যারি পটার-এর প্রথম বইটি কোনো প্রকাশনীই প্রকাশ করতে চাইছিল না বিকোবে না ভেবে!
দাবা নিয়ে এ পর্যন্ত প্রায় ২০ হাজারের ওপর বই লেখা হয়েছে।
প্যারীচাঁদ মিত্রের রচিত বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস আলালের ঘরের দুলাল-এ যে কথ্য চলিত ভাষা ব্যবহার করা হয় তা পরে আলালী ভাষা নামে পরিচিতি লাভ করে।
ওয়েবসাইট অবলম্বনে: নাদিরা মুসতারী
স্যামুয়েল রিচার্ডসনের ক্লারিসা অর দি হিস্টোরি অব এ ইয়াং লেডি ইংরেজি ভাষায় লেখা সর্ববৃহৎ উপন্যাস, এতে মোট ১০ লাখ শব্দ ব্যবহূত হয়েছে।
জে কে রাউলিংয়ের বিখ্যাত সিরিজ হ্যারি পটার-এর প্রথম বইটি কোনো প্রকাশনীই প্রকাশ করতে চাইছিল না বিকোবে না ভেবে!
দাবা নিয়ে এ পর্যন্ত প্রায় ২০ হাজারের ওপর বই লেখা হয়েছে।
প্যারীচাঁদ মিত্রের রচিত বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস আলালের ঘরের দুলাল-এ যে কথ্য চলিত ভাষা ব্যবহার করা হয় তা পরে আলালী ভাষা নামে পরিচিতি লাভ করে।
ওয়েবসাইট অবলম্বনে: নাদিরা মুসতারী
No comments