সত্যিকারের সবজান্তা- লেখক

 উইলিয়াম শেকসিপয়ার সর্বপ্রথম ‘হারি’ বা ‘তাড়াতাড়ি করা’ শব্দটির প্রচলন করেন।  লিও তলস্তয়ের ওয়ার অ্যান্ড পিস বইটির খসড়া হাতে লিখে তৈরি করেন তাঁর স্ত্রী, তখনো টাইপরাইটারের প্রচলন হয়নি। টাইপরাইটারে সর্বপ্রথম প্রকাশিত বইটির নাম দি অ্যাডভেঞ্চারস অব টম সয়্যার, বইটির লেখক মার্ক টোয়েন।


 শার্লক হোমসের স্রষ্টা আর্থার কোনান ডয়েল চক্ষু বিশেষজ্ঞ ছিলেন, তাতে খোরপোষ চলত না বিধায় তিনি লেখালেখির দিকে ঝোঁকেন।
 স্যামুয়েল রিচার্ডসনের ক্লারিসা অর দি হিস্টোরি অব এ ইয়াং লেডি ইংরেজি ভাষায় লেখা সর্ববৃহৎ উপন্যাস, এতে মোট ১০ লাখ শব্দ ব্যবহূত হয়েছে।
 জে কে রাউলিংয়ের বিখ্যাত সিরিজ হ্যারি পটার-এর প্রথম বইটি কোনো প্রকাশনীই প্রকাশ করতে চাইছিল না বিকোবে না ভেবে!
 দাবা নিয়ে এ পর্যন্ত প্রায় ২০ হাজারের ওপর বই লেখা হয়েছে।
 প্যারীচাঁদ মিত্রের রচিত বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস আলালের ঘরের দুলাল-এ যে কথ্য চলিত ভাষা ব্যবহার করা হয় তা পরে আলালী ভাষা নামে পরিচিতি লাভ করে।
ওয়েবসাইট অবলম্বনে: নাদিরা মুসতারী

No comments

Powered by Blogger.