পাট পচাতে রিবন রেটিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ
রাজশাহীতে পাট পচানোর পানির সংকটের কারণে কৃষকদের রিবন রেটিং পদ্ধতি ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার ১৪ হাজার ১০৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। কৃষকেরা ইতিমধ্যে পাট কাটা শুরু করেছেন। কিন্তু জেলার কোথাও এখনো পাট পচানোর মতো পানি নেই।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের মধ্যে সরকারিভাবে এক হাজার ৪২৫টি রিবনার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার পবা উপজেলার ভোলাবাড়ী গ্রামে দেড় শতাধিক কৃষকের মঝে রিবন রেটিং পদ্ধতি দেখানো হয়। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বিকাশ ইন্দু মণ্ডল, উপপরিচালক নূরুল আমিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম।
No comments